ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

হারের মুখে জয়ের পথ দেখালেন হাসান 

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৫, ২২ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:৪৯, ২২ অক্টোবর ২০২৪
হারের মুখে জয়ের পথ দেখালেন হাসান 

দ্বিতীয় দিন শেষ হয়েছে কেবল। এখনো বাকি তিন দিন, ৯ সেশন! বড় হারের শঙ্কায় বাংলাদেশ। এমন অবস্থায় তৃতীয় দিন লাল-সবুজের দলের লক্ষ্য কি থাকবে? 

মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় দিন শেষে এমন প্রশ্ন ছিল পেসার হাসান মাহমুদের কাছে। পথও বাতলে দিয়েছেন লক্ষ্মীপুর এক্সপ্রেস, ‘আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইনশাআল্লাহ।’

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০১। দক্ষিণ আফ্রিকা থেকে এখনও ১০১ রানে পিছিয়ে। দলের ব্যাটারদের যে অবস্থা ২০০ রানের লক্ষ্য কি আসলে সম্ভব? এমন প্রশ্নে হাসান জানান, ‘আগামীকাল ৩ সেশন ব্যাটিং করা সম্ভব।’

আরো পড়ুন:

অর্থ্যাৎ তিন সেশন ব্যাটিং করতে পারলে দুই’শ কিংবা তার বেশি লক্ষ্য ছুড়তে পারবে স্বাগতিক শিবির। এ জন্য দিন শেষে মাহমুদুল হাসান জয়-মুশফিকুর রহিমের ৪২ রানের জুটি আরও লম্বা হওয়ার আশা করছেন।

‘জয়-মুশি অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারে, জুটিটা যত বড় করতে পারে, পরের ব্যাটারদেরও একই ইন্টেনশন নিয়ে ব্যাট করা উচিত, যে আমরা কত বড় পার্টনারশিপ করতে পারব।’

বাংলাদেশের ১০৬ রানের জবাবে খেলতে নেমে প্রথম ইনিংসে ৩০৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি করেন কাইল ভেরেইনা। দ্বিতীয় দিন হাসান নেন দুই উইকেট। আগের দিন উইকেটের সূচনা করেছিলেন তিনি। যে উইকেটে প্রোটিয়া ব্যাটাররা রান করছে সেখানে বাংলাদেশের ব্যাটাররা কেন আউট হয়ে যাচ্ছে দ্রুত? 

প্রোটিয়াদের ২০২ রানের লিডের জবাবে খেলতে নেমে বাংলাদেশ ৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। হাসান বলেন, ‘আউট হওয়াটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। আমার মনে হয় যে আরও মনোযোগ দিয়ে ব্যাট করা, সেট হয়ে ব্যাটিং করাটা আরকি।’

বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় আড়ালে পড়ে যায় তাদের সাফল্য। খারাপ লাগলেও হাসান প্রত্যাশা করছেন ব্যাটারা ঘুরে দাঁড়াবে, ‘খারাপ লাগাটা স্বাভাবিক। তবে মন থেকে বিশ্বাস করি আমরা আবার একটা সময় ঘুরে দাঁড়াব। চিন্তা করি এর পরের দিন ভালো হবে। নিজেদের ব্যাটাররা ভালো খেলার আশা সবারই, স্কোর করব, সবাই মিলে একটা রান দাঁড় করাব। যেটাতে আমরা ম্যাচ জিততে পারব। এভাবে চিন্তা করে আগানো উচিত।’ 

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়