ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

রিশাদকে প্রথম শ্রেণির ক্রিকেটে জোর দিতে পরামর্শ মুশতাকের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৩ অক্টোবর ২০২৪   আপডেট: ২০:২০, ২৩ অক্টোবর ২০২৪
রিশাদকে প্রথম শ্রেণির ক্রিকেটে জোর দিতে পরামর্শ মুশতাকের

প্রথম শ্রেণির ৩০৯ ম্যাচে ১ হাজার ৪০৭ উইকেট। পাকিস্তানের মুশতাক আহমেদের প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ড এটি। নিঃসন্দেহে এমন রেকর্ড গর্বের, ঐশ্বর্যের। মুশতাকের এই রেকর্ডই বলে দেয় প্রথম শ্রেণির ক্রিকেটে কতটা মনোযোগী ছিলেন এই লেগ স্পিনার। কিংবদন্তিরা বলেন, সফল হতে হলে খেলতে হবে প্রথম শ্রেণির ক্রিকেট। সেখানেই মেলে আসল পরীক্ষা। ওই পরীক্ষায় উতরে গেলে ভালো করা যায় পরবর্তী মঞ্চে। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে প্রথম শ্রেণির ক্রিকেটে মনোযোগ দিয়ে ক্যারিয়ার গড়ার পরামর্শ দিলেন মুশতাক।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ বিশ্বাস করেন, প্রতিশ্রুতিশীল রিশাদের সুযোগ আছে সাদা পোশাকের ক্রিকেটেও দ্যুতি ছড়ানোর। বুধবার (২৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে রিশাদকে নিয়ে মুশতাক বলেছেন, ‘আমার মনে হয় সে বাংলাদেশের খুব ভালো ভবিষ্যৎ, বিশেষ করে সাদা বলে। বিশ্বকাপে তো দেখলেনই। বিশ্বের সব ফ্র্যাঞ্চাইজি লিগে, আন্তর্জাতিক পর্যায়ে তার ওপর নজর আছে।’

তার বোলিংয়ের বিশেষত্ব জানাতে গিয়ে মুশতাক যোগ করেন, ‘সে আপনাকে উইকেট এনে দিতে পারে, যেকোনো সময় ম্যাচ জেতাতে পারে। দারুণ স্পিন, ভালো গতি, ড্রিফট, লম্বা একজন লেগ স্পিনার, ভালো গুগলি দেওয়া শিখছে।’

আরো পড়ুন:

জাতীয় দলে সীমিত পরিসরে রিশাদ নিয়মিত খেলছেন। লাল বলের ক্রিকেটে এখনও বিবেচনায় আসেননি। আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের জন্য রিশাদকে লাল বলের ক্রিকেটে জোর দিতে পরামর্শ দিয়েছেন মুশতাক, ‘তাকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে। ভালোভাবে ৪-১০ ওভার করার সাথে ওকে ২৫ ওভার করাও শিখতে হবে। আর তা শুধু প্রথম শ্রেণির ক্রিকেটেই সম্ভব।’

তবে রিশাদ ঘরোয়া ক্রিকেটে বিবেচনায় আসবেন কিনা সেটা বিরাট প্রশ্নের। ২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক রিশাদের। লম্বা এই সময়ে রিশাদ খেলেছেন কেবল ২০ ম্যাচ। বোলিংও করেছেন কম, ২১৭৪ বল। যেখানে উইকেট পেয়েছেন মাত্র ৩০টি। ঘরোয়া ক্রিকেটে লেগ স্পিনারের ওপর আস্থা রাখা হয় কম। একটু খরুচে হলেই দেওয়া হয় না বোলিং। উইকেট না পেলেই বাদ পড়ে যান দ্রুত। চলমান জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে রংপুর বিভাগের হয়ে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ১০.১ ওভার বোলিং করার সুযোগ হয়েছে তার। যেখানে উইকেট পেয়েছেন ৪টি।

দলের জয়ে অবদান রাখা রিশাদ সামনে কতটা সুযোগ পান, কতোটা ভরসা হয়ে উঠতে পারেন সেটাই দেখার বিষয়।

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়