ঢাকা     বৃহস্পতিবার   ২৪ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৮ ১৪৩১

‘চল, একসঙ্গে জুটি গড়ি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৩ অক্টোবর ২০২৪  
‘চল, একসঙ্গে জুটি গড়ি’

তাদের কাছে যুব ক্রিকেটের কিছু স্মৃতি নিশ্চয়ই ফিরে এসেছিল। মেহেদী হাসান মিরাজ মিডল অর্ডারে। জাকের আলী অনিক লেট অর্ডারে। একসঙ্গে ইনিংস শেষ করার অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে কাজে লাগালেন। পারস্পরিক বোঝাপড়ায় মেতে উঠলেন আনন্দে। বিরুদ্ধ সময় কাটিয়ে ২২ গজে তীব্র লড়াইয়ে দলকে নিয়ে গেলেন স্বস্তির জায়গায়।

বলতে দ্বিধা নেই, বাংলাদেশের জন‌্য ইনিংস হার এড়ানো বড় স্বস্তি। সেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮১ রানের লিড নিঃসন্দেহে বিরাট প্রাপ্তি। অভিষিক্ত জাকের ও অভিজ্ঞ মিরাজের ১৩৮ রানের জুটি কঠিন কাজটা সহজ করে দিয়েছে। মিরাজ ৮৭ রানে ব‌্যাটিং করে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। জাকের থেমেছেন ৫৮ রানে। অভিষেকটা রঙিন করতে পেরেছেন কিনা সেই প্রশ্নটা সময়ের কাছেই তোলা থাক।

তবে প্রাথমিক পরীক্ষায় পাশ করেছেন জাকের। বুধবার সকালে মুশফিক, জয় ও লিটন দ্রুত বিদায় নিলে ইনিংস ব‌্যবধানে হারার শঙ্কা তৈরি হয়। সেখান থেকে মিরাজ ও জাকেরের ব‌্যাট কড়া জবাব দিয়ে লিড এনে দেয়। নিজেদের ব্যাটিং পরিকল্পনা নিয়ে জাকের দিনের খেলা শেষে ব্রডকাস্টারকে বলেছেন, ‘সকালের মুহূর্তটা কঠিন ছিল। আমরা দ্রুত ৩ উইকেট হারাই। আমাদের পরিকল্পনা ছিল সহজাত ব‌্যাটিং করা। কি হয়েছে সেটা নিয়ে চিন্তা করা বাদ দিয়েছিলাম। আমরা প্রক্রিয়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। তাড়াহুড়ার পরিকল্পনা ছিল না একদমই। আমাদের পরিকল্পনা খুব সহজ ছিল। আমি বিশেষজ্ঞ ব‌্যাটসম‌্যান কিন্তু দলের কম্বিনেশনের কারণে নিচে ব‌্যাটিং করতে হয়েছে। আমাকে সেই দায়িত্বটা পালন করতে হতো। সে আমার ওপর ভরসা রেখেছিল।’

আরো পড়ুন:

মিরাজের সঙ্গে যুব ওয়ানডে ক্রিকেটে কেবল একবারই জুটি গড়েছিলেন জাকের। ভারত যুব দলের বিপক্ষে জয়দেবপুরে ৮১ রানে ৪ উইকেট হারানোর পর তারা প্রতিরোধ গড়ে তোলেন। ৬৩ রানের জুটি গড়েছিলেন। নিজেদের আজকের জুটি নিয়ে জাকের বলেছেন, ‘মিরাজ আমাকে বলেছিল, চল একসঙ্গে একটা জুটি গড়ি। বলছিল, কেবল মনোযোগটা ধরে রাখ। তোর স্বাভাবিক ব‌্যাটিংটা কর। মানসিকভাবে আমি ফুরফুরে ছিলাম। কঠিন মুহূর্তটা তাই উপভোগ করছিলাম।’

ঘরোয়া ক্রিকেটে ভালো করে জাকের টেস্ট অঙ্গনে পা রেখেছেন। মুশফিকুর রহিম তাকে দিয়েছেন টেস্ট ক‌্যাপ। অভিষেক ম‌্যাচে স্নায়ু স্থির রাখা কঠিন। মুশফিক তার পাশে থেকে গুমোট পরিবেশকে সহজ করে দিয়েছেন। জাকের বলেছেন, ‘আমার জন্য সেটা গর্বের মুহূর্ত ছিল। মুশফিক ভাই আগের রাতেই আমাকে স্থির থাকতে বলেছিল। বিশেষত, আমার প্রথম টেস্ট বলে। আমাকে রান নিয়ে চিন্তা করতে মানা করেছিলেন। প্রথম ইনিংসে কেবল ২ রান করেছিলাম। তারপরও উনি আমাকে আমার অভিষেক ম‌্যাচটি উপভোগ করতে বলেছিলেন। আমাকে বারবার বলেছিলেন, আমার মতো করে ব‌্যাটিং করতে। বলেছিলেন, প্রক্রিয়া মেনে ব্যাটিং করে যদি আউট হই তাহলেও ঠিক আছে।’

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়