ঢাকা     শনিবার   ২৬ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১০ ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৫, ২৫ অক্টোবর ২০২৪   আপডেট: ২৩:০৪, ২৫ অক্টোবর ২০২৪
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ইমার্জিং এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে শ্রীলঙ্কা। আজ শুক্রবার (২৫ অক্টোবর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৫ রান করে। জবাবে ১৬.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার আহান উইকরামাসিংহে ৪ চার ও ১ ছক্কায় অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া লাহিরু উদারা ২ চার ও ৪ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলে দলের জয়কে তরান্বিত করেন।

তার আগে দুশান হেমন্ত, নিপুন রানসিকা ও ইশান মালিঙ্গার বোলিং তোপে পাকিস্তান বড় সংগ্রহ পায়নি। পাকিস্তানের ওমর ইউসুফ সর্বোচ্চ ৬৮ রান করেন ৫টি চার ও ৪ ছক্কায়। এছাড়া হায়দার আলী ১৪, মোহাম্মদ ইমরান ১৩ ও আরাফাত মিনহাজ করেন ১০ রান।

আরো পড়ুন:

বল হাতে হেমন্ত ৪ ওভারে ২১ রান দিয়ে ৪টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। ২টি করে উইকেট নেন রানসিকা ও ইশান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়