ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

চট্টগ্রামে বাংলাদেশ দলের কঠোর অনুশীলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২৭ অক্টোবর ২০২৪  
চট্টগ্রামে বাংলাদেশ দলের কঠোর অনুশীলন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচের জন্য দুই দলই বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন।

আজ বোরবার (২৭ অক্টোবর) জহুর আহাম্মদ চৌধুরী স্টেডিয়ামে সকালের সেশনে অনুশীলন করেছে দক্ষিণ আফ্রিকা টিম। বিকেলের সেশনে অনুশীলনে ঘাম ঝরায় বাংলাদেশ দল।

ইতোমধ্যে চট্টগ্রাম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদকে। আজ বেলা ২টা থেকে সৈয়দ খালেদ আহমেদকে অনুশীলন করতে দেখা গেছে।

আরো পড়ুন:

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটের ব্যবধানে হারার পর চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে অনুশীলন করছে বাংলাদেশ। 

চট্টগ্রাম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

রেজাউল/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়