ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বর্ষসেরা তরুণ ফুটবলার ইয়ামাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ২৯ অক্টোবর ২০২৪  
বর্ষসেরা তরুণ ফুটবলার ইয়ামাল

লামিনে ইয়ামাল, তাকে বিশেষায়িত করতে নামটাই যথেষ্ট। মাত্র ১৭ বছর বয়সেই গড়ে যাচ্ছেন একের পর এক কীর্তি। অমিত প্রতিভাবান এই কিশোরের সাফল্যের মুকুটে এবার যুক্ত হলো নতুন পালক। জিতেছেন বর্ষসেরা তরুণ ফুটবলারের খেতাব কোপা ট্রফি। সবচেয়ে কম বয়সে এই অর্জনের কীর্তি গড়লেন ইয়ামাল।

সোমবার (২৮ অক্টোবর) ফ্রান্সের প্যারিসে ব্যালন ডি’অর অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন নেদারল্যান্ডস কিংবদন্তি রুদ খুলিত। পুরস্কারটি ইয়ামাল জিতেছেন ১৭ বছর ১০৭ দিন বয়সে।  সেরার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন পাউ কুবারসি, আর্দা গিলের ও আলেসান্দ্রো গার্নাচোর মতো উঠতি তারকাদের।

এ নিয়ে তৃতীয়বারের মতো বার্সেলোনার ঘরে এলো এই পুরস্কার। এর আগে জিতেছিলেন দুই প্রতিভাবান তরুণ পেদ্রি (২০২১ সাল) ও গাভি (২০২২ সাল)। বাকিগুলো জিতেছেন কিলিয়ান এমবাপ্পে (২০১৮ সাল), মাটাইস ডি লিখট (২০১৯ সাল) ও জুড বেলিংহ্যাম (২০২৩ সাল)। 

আরো পড়ুন:

বর্ষসেরা তরুণের পুরস্কারটি ইয়ামালের প্রাপ্যই ছিল। তার পারফর্ম্যান্স তাই বলে। গত মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে সাতটি করে গোল ও অ্যাসিস্ট করেন ইয়ামাল। স্পেনের জার্সিতে জেতেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সেই আসরে ১টি গোল ও চারটি অ্যাসিস্ট করে সেরা তরুণ খেলোয়াড়ও হন তিনি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়