ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বোর্ড মিটিং ডেকেছে বিসিবি 

বুধবারই কী অধিনায়ক শান্তর ভবিষ্যৎ নির্ধারণ 

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২৯ অক্টোবর ২০২৪   আপডেট: ১৬:৩৪, ২৯ অক্টোবর ২০২৪
বুধবারই কী অধিনায়ক শান্তর ভবিষ্যৎ নির্ধারণ 

দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে হঠাৎ করে নেতৃত্ব ছাড়তে চাওয়ার বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল বুধবার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বোর্ড মিটিং ডেকেছে বিসিবি। বিকেল সাড়ে ৩টায় শুরু হবে এবারের বোর্ড মিটিং। রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। 

সেই পরিচালক মুঠোফোনে বলেন, ‘শান্ত যেহেতু নেতৃত্ব ছাড়তে চাওয়ার বিষয়টি জানিয়েছে আমরা এটা নিয়ে বোর্ড মিটিংয়ে আলোচনা করবো। এরপর যে কোনো সিদ্ধান্ত আসতে পারে।’  

আরো পড়ুন:

বিসিবির সবশেষ বোর্ড মিটিং হয়েছে ২৬ সেপ্টেম্বর। সেবার সাকিব আল হাসান কানপুরে অবসর ঘোষণা এবং দেশে আসার নিরাপত্তার নিশ্চয়তা চাওয়ার পর জরুরি মিটিংয়ে বসেছিল বিসিবি। 

এ ছাড়া চন্ডিকা হাথুরুসিংহের বরখাস্তের সিদ্ধান্তের পর তা কার্যকর করার জন্য জুমে বৈঠক হয়েছিল। ১৭ অক্টোবর দুপুরে এই বৈঠকে হাথুরুসিংহেকে বরখাস্তের সিদ্ধান্ত নেন তারা। 

শান্তর বিষয় ছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদের একটি চিঠির পরিপ্রেক্ষিতে আলোচনা হবে বোর্ড মিটিংয়ে। সামনের আফগানিস্তান সিরিজে সাকিব আল হাসান খেলার সুযোগ পাবে কিনা এটাও সিদ্ধান্ত হতে পারে বোর্ড মিটিংয়ে। 

চট্টগ্রাম/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়