ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

তৃতীয় টেস্টেও নেই উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৫, ২৯ অক্টোবর ২০২৪  
তৃতীয় টেস্টেও নেই উইলিয়ামসন

প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যে ভারতের মাটিতে প্রথমবার সিরিজ জিতেছে নিউ জিল্যান্ড। ০১ নভেম্বর থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। তার আগে জানা গেল এই টেস্টেও খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। 

এ বিষয়ে নিউ জিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘কেন সেরে উঠেছে। সবকিছুই ভালো মনে হচ্ছে। আসলে সে এখনই প্লেনে চড়ে বসা ও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তুত নয়। তার জন্য সেরা সিদ্ধান্ত হলো নিউ জিল্যান্ডে থাকা এবং তার সেরে ওঠার চূড়ান্ত প্রক্রিয়ায় মনোযোগ দেওয়া। যাতে করে সে ইংল্যান্ডের বিপক্ষের সিরিজের জন্য পুরোপুরি ফিট হয়ে ওঠে।’

‘ইংল্যান্ড সিরিজ শুরু হতে এখনও প্রায় এক মাস বাকি। তার আগে আমরা নিশ্চিত করতে চাই যে ক্রাইস্টচার্চ টেস্টের আগে যেন সে সেরে ওঠে।’

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়