ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রোনালদোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে আল নাসরের বিদায়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৯, ৩০ অক্টোবর ২০২৪  
রোনালদোর পেনাল্টি মিস, কিংস কাপ থেকে আল নাসরের বিদায়

ক্রিস্টিয়ানোর রোনালদোর কাঁধে ভর করেই ছুটে চলছে আল নাসর। সৌদি প্রো লিগে দলের ভরসা হয়ে উঠেছেন পর্তুগিজ যুবরাজ। তবে এবার দেখতে হলো উল্টো রূপ। রোনালদোর কারণেই সৌদি কিংস কাপ থেকে বিদায় নিতে হলো আল নাসরকে। দলের বিপদে পেনাল্টি মিস করে আল তাওউনকে ০-১ গোলের জয় উপহার দিয়েছেন রোনালদো।

মঙ্গলবার (২৯ অক্টোবর) কিংস কাপে গোল খেয়ে পিছিয়ে ছিল আল নাসর। এমনকি নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও তারা সমতায় ফিরতে পারেনি। যোগ করা সময়ে সুযোগ হাতে এসে ধরা দিলেও কাজে লাগাতে পারেননি রোনালদো। পেনাল্টি মিস করে দলকে বিদায় করে দিয়েছেন আসরের শেষ ষোলো থেকে।

ম্যাচের শুরুতে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। প্রথমার্ধে কেউ গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৭১তম মিনিটে গোল করে আল-তাওউনকে এগিয়ে দেন ওয়ালিদ আল-আহমেদ। ওই গোলেই ফলাফল নির্ধারিত হয়।

আরো পড়ুন:

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে আল-আহমেদই আবার নিজেদের বিপদ ডেকে এনেছিলেন। নিজেদের বক্সে ফাউল করে আল নাসরকে পেনাল্টি উপহার দিয়েছিলেন তিনি। তবে রোনালদোর বারের ওপর দিয়ে মেরে তাকে বিপদ থেকে উদ্ধার করেন!

এদিকে দিনের অন্য ম্যাচে আল তাইকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেইমার জুনিয়রের আল হিলাল।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়