যে কারণে ব্যালন ডি’অর পাননি ভিনিসিউস
২০২৪ সালের বর্ষসেরা ফুটবলার হচ্ছেন ভিনিসিউস জুনিয়র, পুরস্কার ঘোষণার আগেই এটাই ছিল বেশিরভাগ ফুটবল সমর্থকের ধারণা। কিন্তু তাদের সকল ধারণা পাল্টে দিয়ে ব্যালন ডি’অর জিতে নেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। তাতে প্রশ্ন উঠে যায়, ভিনিসিউস কেন পুরস্কারটা পেলেন না? উত্তর দিয়েছেন আয়োজকরা।
সোমবার (২৮ অক্টোবর) রাতে প্যারিসে রিয়ালের তিন খেলোয়াড়কে হারিয়ে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’ এর পুরস্কার, ব্যালন ডি’অর জেতেন রদ্রি। তিনি ভিনিসিউস ছাড়াও হারিয়েছেন জুড বেলিংহ্যাম ও দানি কারভাহালকে। মূলত রিয়ালের এই তিনজন খেলোয়াড় সেরা পাঁচে থাকার কারণেই পুরস্কারটা জোটেনি ভিনির ভাগ্যে।
ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপের সঙ্গে আলাপকালে ফ্রান্স ফুটবল- এর প্রধান সম্পাদক ভাঁনসা গাসসিয়া জানিয়েছেন, ক্লাব সতীর্থ বেলিংহ্যাম ও কারভাহাল শীর্ষ পাঁচে থাকার কারণে ভোটাভুটিতে কিছু পয়েন্ট কম পেয়েছেন ভিনিসিউস।
তিনি বলেন, ‘গাণিতিকভাবে তারা (বেলিংহ্যাম ও কারভাহাল) কিছু পয়েন্ট নিয়ে গেছে। রিয়ালের তিন বা চারজন খেলোয়াড় বিশ্বের সেরাদের মধ্যে স্থান পেয়েছে এবং জুরিরা তাদের ভোট এই খেলোয়াড়দের মাঝে ভাগ করে দিয়েছে। ফলে লাভ হয়েছে রদ্রির।’
ছয় দশক পর স্পেনের কোনো খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর জিতলেন রদ্রি। পারফরম্যান্সও বেশ উজ্জ্বল ছিল গত মৌসুমে। সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ জয়ে বড় অবদান রাখেন তিনি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের শিরোপা জয়েও তিনি রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
গাসসিয়া আরও জানান, ব্যালন ডি’অর নিয়ে গণমাধ্যমের অতি উৎসাহী সংবাদ ভুল। কেউ ফলাফলের বিষয়ে জানতো না। তার ভাষ্য, ‘কেউ জানতো না, রিয়াল বা সিটির কেউ না। মঞ্চে রদ্রির যে অনুভূতি ছিল, সেটির এর প্রমাণ। তিনি কিছুই জানতেন না। তার এই আবেগই সব জল্পনাকে দূরে ঠেলে দেয়।’
ঢাকা/বিজয়