ঢাকা     বুধবার   ৩০ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৪ ১৪৩১

ফাইনালে অপরিবর্তিত একাদশ, নেপালের দিকে তাকিয়ে দেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৮:৩৬, ৩০ অক্টোবর ২০২৪
ফাইনালে অপরিবর্তিত একাদশ, নেপালের দিকে তাকিয়ে দেশ

‘সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪’ এর ফাইনাল একটু পরেই শুরু হবে। নেপালের কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। তার আগে একাদশ প্রকাশ করেছে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে সেমিফাইনালে যে একাদশ নিয়ে খেলেছিল পিটার বাটলারের শিষ্যরা সেখানে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ অপরিবর্তিত একাদশ নিয়েই নেপালের বিপক্ষে শিরোপা ধরে রাখার লড়াইয়ে অবতীর্ণ হবেন সাবিনা-তহুরারা। ৪-৩-৩ ফরম্যাটে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের একাদশ:
গোলরক্ষক: রূপনা চাকমা
ডিফেন্ডার: শামসুন্নাহার সিনিয়র, আফিদা খন্দকার, মাসুরা পারভীন ও শিউলি আজিম।
মিডফিল্ডার: মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও সাবিনা খাতুন।
ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, মোসা. সাগরিকা ও তহুরা খাতুন।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়