ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আক্রমণের ডালি সাজিয়েও প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:৫০, ৩০ অক্টোবর ২০২৪
আক্রমণের ডালি সাজিয়েও প্রথমার্ধে গোল পায়নি বাংলাদেশ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৪ এর ফাইনালে নেপালের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে সতটায় শুরু হয় ম্যাচ। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। আক্রমণের ডালি সাজিয়েও কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। তাতে গোলেশূন্যভাবেই শেষ হয় প্রথম ৪৫ মিনিটের খেলা।

বাংলাদেশ শুরু থেকেই আক্রমণে ওঠে। নেপালের ওপর চাপ প্রয়োগ করে খেলতে থাকে। প্রথমার্ধে বাংলাদেশ ৬টি আক্রমণ করে। গোলপোস্টের দিকে শট নেয় ৬টি। তার মধ্যে ৩টি ছিল অন টার্গেটে। অফ টার্গেটে ছিল ৪টি। অন্যদিকে নেপাল ৩টি আক্রমণ শানায়। বাংলাদেশ একটি কর্নার পায়। নেপাল পায়নি একটিও। তবে নেপাল একটি হলুদ কার্ড দেখেছে।

আরো পড়ুন:

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়