ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বিসিবির ১১ পরিচালকের পদ বাতিল

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৩০ অক্টোবর ২০২৪   আপডেট: ২২:৩০, ৩০ অক্টোবর ২০২৪
বিসিবির ১১ পরিচালকের পদ বাতিল

নাজমুল হাসান পাপনসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১১ পরিচালকের পদ বাতিল করা হয়েছে। পরিচালক পরিচালনা পর্ষদের তিনটি বৈঠকে অনুপস্থিত থাকায় বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তাদের পদ বাতিল করা হয়। 

বুধবার (৩০ অক্টোবর) বিসিবির ১৫তম বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকা ১১ পরিচালকের পদ বাতিল করা হয়। বোর্ড মিটিং শেষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির গঠননতন্ত্র অনুযায়ী কোনো কারণ দর্শানো ব্যাতিরেক পরপর তিনটি কিংবা তার বেশি বোর্ড মিটিংয়ে অনুপস্থিত থাকলে পরিচালক পদ বাতিল বলে বিবেচিত হবে।  

আরো পড়ুন:

পদ হারানো পরিচালকরা হলেন— নাজমুল হাসান পাপন, ইসমাইল হায়দার মল্লিক, শফিউল আলম চৌধুরী নাদেল, মনজুর কাদের, আ জ ম নাসির, শেখ সোহেল, আনোয়ারুল ইসলাম, তানভীর আহমেদ টিটু, ওবেদ রাশিদ নিজাম, গাজী গোলাম মোর্তোজা ও নাজিব আহমেদ।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এই পরিচালকরা গা ঢাকা দেন। এখন পর্যন্ত তাদের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি।

খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেন সিরাজ স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। আজকের মিটিংয়ে তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছে বর্তমান কমিটি।

এর আগে জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববির প্রতিনিধিত্ব বাতিল করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তাদের স্থলাভিষিক্ত হন নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদ। এরপর তারা দুজনসহ সক্রিয় থাকা ৯ পরিচালকের মাধ্যমে ফারুক আহমেদকে বিসিবি প্রেসিডেন্ট করা হয়। 

ফারুক ও ফাহিম ছাড়া পাপনের বোর্ডের নির্বাচিত পরিচালকদের মধ্যে এখনও আছেন— ইফতেখার আহমেদ মিঠু, ফাহিম সিনহা, আকরাম খান, মাহবুব আনাম, সালাউদ্দিন চৌধুরী, কাজী ইনাম আহমেদ ও সাইফুল আলম স্বপন।

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়