ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৫ ১৪৩১

বাংলাদেশ-দ. আফ্রিকা টেস্ট সিরিজ

সরাসরি: মুমিনুলের দৃঢ়তায় নিরাপদে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৩১ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:১২, ৩১ অক্টোবর ২০২৪
মুমিনুলের দৃঢ়তায় নিরাপদে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

::: সংক্ষিপ্ত স্কোর :::
বাংলাদেশ ১ম ইনিংস: ১৩৭/৮ (৩৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা: ৫৭৭/৬ ডিক্লে. (১৪৪.২ ওভার)

তাইজুলকে সঙ্গে নিয়ে মুমিনুলের লড়াই 
এক প্রান্তে দাঁড়িয়ে দেখছিলেন উইকেটের মিছিল। এরপর মুমিনুল হকের সঙ্গী হন তাইজুল ইসলাম। তাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন এই বাঁহাতি ব্যাটার। দুজনের জুটি ইতিমধ্যে ফিফটি পার করেছে। ফিফটি পেয়েছেন মুমিনুলও। ৭৬ বলে হাফসেঞ্চুরি করেন মুমিনুল। দুজনের নবম উইকেটের জুটিতে এখন পর্যন্ত আসে ৬৮ রান। মুমিনুল ৫৭ ও তাইজুল ১৭ রানে ব্যাটিং করছেন

২ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ 
পতনের শুরুটা হয় শান্তকে দিয়ে। মাঠে এসেই তাতে যোগ দেন মুশফিক। মেহেদী হাসান মিরাজও পারলেন না এবার। ১ রানে রাবাদাকে খোঁচা দিয়ে ফেরেন সাজঘরে। এরপর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ফিরলেন শূন্য রানে। দলের হাল ধর‍তে পারলেন না সঙ্গে রাঙাতে পারলেন না অভিষেকও। মাত্র ২ রানের ব্যবধানে এই ৪টি উইকেট হারিয়েছে স্বাগতিক শিবির। একমাত্র ভরসা হয়ে ক্রিজে আছেন মুমিনুল হক। সঙ্গী তাইজুল ইসলাম।

আরো পড়ুন:

শান্তর পর উইকেটের মিছিলে মুশফিক, বিপদে বাংলাদেশ 

শান্তর পর উইকেটের মিছিলে মুশফিকুর রহিম! পেটারসনের ফুল বলে অন সাইডে ক্লিপ করতে গিয়ে ধরা পড়েন স্কয়ার লেগে। ২ বল খেলে শূন্য রানে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। দিনের শুরুতে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। 

খোঁচা দিয়ে সাজঘরে শান্ত 
কাগিসো রাবাদার করা দিনের দ্বিতীয় ওভারের শেষ বল। শর্ট বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি নাজমুল হোসেন শান্ত। পুল করে পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। দারুণ চারে দিনের শুরুতে ভালো ইনিংসের আভাস দেওয়া শান্ত অবশ্য টিকতে পারেননি। এক ওভার পরেই রাবাদার শিকার হয়ে ফেরেন সাজঘরে। আউট সাইড অফের বলে দ্বিধায় থেকে খোঁচা দিয়ে বসেন। ৪ রানে দিন শুরু করা শান্ত ফেরেন ৯ রানে। 

১৫ মিনিট আগে শুরু খেলা
আলোক স্বল্পতার কারণে চটগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ১৭ ওভার কম খেলা হয়েছে। সেই ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে আজ তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে। সকাল ৯টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশের লক্ষ্য টিকে থাকা
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে ৫৭৫ রান। সেই রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। বাংলাদেশের সামনে এখন মান বাঁচানোর লড়াই। উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন(৪*) ও মুমিনুল হক(৬*)। প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৫৩৭ রানে।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়