ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাংলাদেশ-দ. আফ্রিকা টেস্ট সিরিজ

তৃতীয় দিনেই ইনিংস ও ২৭৩ রানে হারলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৩১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৯:১৮, ৩১ অক্টোবর ২০২৪
তৃতীয় দিনেই ইনিংস ও ২৭৩ রানে হারলো বাংলাদেশ

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও চলছে আসা-যাওয়ার মিছিল । ছবি: রেজাউল করিম

::: সংক্ষিপ্ত স্কোর :::
বাংলাদেশ ২য় ইনিংস: ১৪৩/১০ (৪৩.৪ ওভার)
বাংলাদেশ ১ম ইনিংস: ১৫৯/১০ (৪৫.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা: ৫৭৭/৬ ডিক্লে. (১৪৪.২ ওভার)
ফল: দ. আফ্রিকা ইনিংস ও ২৭৫ রানে জয়ী।

তৃতীয় দিনেই ইনিংস ও ২৭৩ রানে হারলো বাংলাদেশ:
ভেন্যু বদলালেও ভাগ্য বদলালো না বাংলাদেশের। পাকিস্তানে সিরিজ জয়ের পর ভারতের বিপক্ষে নাস্তানাবুদ হয়ে সিরিজ হারে বাংলাদেশ। আশা জাগাচ্ছিল ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের সিরিজ। প্রথম টেস্টে চতুর্থ দিনেই ৭ উইকেটে হার মানে স্বাগতিকরা। এরপর চট্টগ্রাম টেস্টের ফল হলো আরও বাজে। তৃতীয় দিনেই ইনিংস ও ২৭৩ রানে হার মানলো শান্ত-মুমিনুলরা। যা দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে পাওয়া জয়। এর আগে কখনো তারা ইনিংস ও ২৭৩ রানের ব্যবধানে জয় পায়নি প্রোটিয়ারা।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয় ১৫৯ রানে। এরপর ফলোঅনে করতে নেমে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় মাত্র ১৪৩ রানে। তাতে সফরকারী দল দ্বিতীয় টেস্ট ইনিংস ও ২৭৩ রানে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে।

আরো পড়ুন:

নবম উইকেটের পতন, ইনিংস ব্যবধানে হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ:
একপ্রান্ত আগলে লড়াই করা মাহিদুল ইসলাম অঙ্কনও ফিরলেন সাজঘরে। তাতে বাংলাদেশের নবম উইকেটের পতন ঘটলো। আর ইনিংস ব্যবধানে হারের দ্বারপ্রান্তে পৌঁছে গেল। কেশব মহারাজের বলে উড়িয়ে মারতে গিয়ে লং অফে রাবাদার হাতে ধরা পড়ে আউট হন অঙ্কন। ৬৪ বল খেলে ১ চার ও ২ ছক্কায় ২৯ রান করে যান তিনি। শেষ ব্যাটসম্যান হিসেবে হাসান মাহমুদের সঙ্গে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম।

৯৪ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ:
৯৪ রানেই ৮ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে ইনিংস ব্যবধানে হারের লজ্জার অপ্রত্যাশিত পথে। কেশভ মহারাজের ৩৬তম ওভারের চতুর্থ বলে কাগিসু রাবাদার হাতে ক্যাচ দিয়ে আউট হন তাইজুল ইসলাম। যিনি প্রথম ইনিংসে মুমিনুল হকের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ার পথে ৯৫ বলে খেলেছিলেন ৩০ রানের ইনিংস। এবার তিনি ফিরে গেলেন ১৪ বলে ১ রান করে।

৭৮ রানেই ৭ উইকেট নেই বাংলাদেশের:
দলীয় ৭৮ রানের মাথায় সপ্তম উইকেট হারালো বাংলাদেশ। বেশ সতর্কতার সঙ্গে ব্যাট করা শান্ত এবার যেন কিছুই বুঝে উঠতে পারলেন না। মুতুসামির করা বলটি তিনি ফ্রন্ট ফুটে খেলতে যান। বল তার ব্যাটে ইনসাইড এজ হয়ে প্যাডে লেগে চলে যায় স্লিপে। সেখানে সেটি তালুবন্দি করেন ডি জর্জি। ৫৫ বল খেলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৬ রান করে যান শান্ত। মাহিদুল ইসলাম অঙ্কনের সঙ্গে নতুন ব্যাটসম্যান হিসেবে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম।

..........................................................................................এআই

আবার ব্যর্থ মুশফিক
প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মুশফিকুর রহিম দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রেখেছেন। ২ রান করেই সাজঘরে ফিরে গেছেন এই ব্যাটার।

ফুল লেংথ বলটি সুইপ করার চেষ্টা করেন মুশফিক। তার ব্যাট পিচে লাগলেও বলে স্পর্শ করেনি। বল লাগে প্যাডে। জোরাল আবেদনে আউট দেননি আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা।

বিদায় নিলেন জাকিরও
জাকিরের সামনে সুযোগ ছিল একটি বল কাটিয়ে চা বিরতিতে যাওয়ার। তা না করে অতি আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এলেন এই ওপেনার। চা বিরতির আগে শেষ বলে মুথুস্বামিকে হাঁকাতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন জাকির।

আচমকা ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন জাকির। বলের লেংথ তিনি পড়তে পারেননি। বল পিচ করে সোজা হয়ে তার ব্যাট-প্যাডের ফাঁক গলে যায় কিপারের কাছে। বল ধরে স্টামপ নাড়িয়ে দেন ভেরেইনা।

১ রানে জীবন পাওয়া জাকির আউট হলেন ২৬ বলে ৭ রান করে।

দ্বিতীয় ইনিংসে মুমিনুলের শূন্য
প্রথম ইনিংসে ৮২ রান করার পর দ্বিতীয় ইনিংসে শূন্য রানে আঊট হলেন মুমিনুল হক। এটাকে অবশ্য আত্মহুতি বলা চলে। শুরুতেই আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন এই ব্যাটার।

সীমানার কাছাকাছি দক্ষিণ আফ্রিকার একজন ফিল্ডারই ছিলেন। কেশব মহারাজকে উড়িয়ে মারিতে গিয়ে ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো মুতুস্বানীর হাতে ধরা পড়লেন মুমিনুল।

জয়ের বিদায়
দ্বিতীয় ইনিংসেও চলছে বাংলাদেশের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। এবার বিদায় নিলেন মাহমুদুল হাসান জয়। নিজের প্রথম ওভার করতে এসেই জয়কে ফেরান মুতুস্বামী।

ঝুলিয়ে অফ স্টাম্পের বাইরে একটু টেনে বল করেছিলেন মুথুসামি। বলটি ছেড়ে দেওয়া যেত অনায়াসেই। কিন্তু শরীর থেকে অনেক দূরে ব্যাট পেতে দিলেন জয়। স্লিপে নিচু হয়ে যাওয়া বল দারুণ দক্ষতায় মুঠোয় জমালেন এইডেন মার্করাম।

৩১ বলে ১১ রান করেছেন বাংলাদেশ ওপেনার।

ব্যর্থতার বৃত্তে বন্দি সাদমান
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না সাদমান ইসলাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টেও ব্যর্থতার সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন এই ওপেনার। ফলো অন এড়ানোর লড়াইয়ে দ্বিতীয় ইনিংসে নেমে করলেন মাত্র ৬ রান।

প্যাটারসনের ভলে উইকেটের পেছনে কাইল ভেরেইনাকে ক্যাচ দিলেন সাদমান। ১৬ বলে ৬ রানের নড়বড়ে ইনিংসে নেই কোনো বাউন্ডারি।

ফলো অনে বাংলাদেশ
ফলো অনের লজ্জা এড়ানো গেল না। ১৫৯ রানে গুটিয়ে গিয়ে আবারও ব্যাট করতে হচ্ছে বাংলাদেশকে। ফলো–অন এড়াতে বাংলাদেশের করতে হতো ৩৭৬ রান।

এর আগে দলের পক্ষে ৮২ রান করেছেন মুমিনুল, তাইজুল ৩০। এই দুজন ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন শুধু মাহমুদুল, তিনি করেছেন ১০ রান।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৫৭৫ রান। তাদের প্রথম ইনিংসের লিড ৪১৬ রানের।

বিদায় নিলেন মুমিনুল
তাইজুলকে নিয়ে দারুণ এক জুটি গড়েছিলেন মুমিনুল। দলকে পার করেছিলেন শতরানের ঘর। তিনি নিজেও যাচ্ছিলেন শতরানের দিকে। তবে মধ্যাহ্ন বিরতির পর তাকে বেশিদূর যেতে দিলেন না মুতুস্বামী।

মুতুস্বামীর হাওয়ায় ভাসানো বল ব্যাকফুটে খেলতে চেয়েছিলেন মুমিনুল। তবে বল টার্ন করলে লাগে প্যাডে। তাতে এলবিডব্লিউ হয়ে ৮২ রানে ফিরতে হয় মুমিনুলকে। বাংলাদেশ পিছিয়ে ৪২৪ রানে।

মুমিনুল–তাইজুল ব্যাটিং করেছেন ২৭ ওভারের বেশি সময়। গড়েছেন ১০৩ রানের জুটি। টেস্টে যা নবম উইকেট জুটিতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ।

তাইজুলকে সঙ্গে নিয়ে মুমিনুলের লড়াই 
এক প্রান্তে দাঁড়িয়ে দেখছিলেন উইকেটের মিছিল। এরপর মুমিনুল হকের সঙ্গী হন তাইজুল ইসলাম। তাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন এই বাঁহাতি ব্যাটার। দুজনের জুটি ইতিমধ্যে ফিফটি পার করেছে। ফিফটি পেয়েছেন মুমিনুলও। ৭৬ বলে হাফসেঞ্চুরি করেন মুমিনুল। দুজনের নবম উইকেটের জুটিতে এখন পর্যন্ত আসে ৬৮ রান। মুমিনুল ৫৭ ও তাইজুল ১৭ রানে ব্যাটিং করছেন

২ রানে ৪ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ 
পতনের শুরুটা হয় শান্তকে দিয়ে। মাঠে এসেই তাতে যোগ দেন মুশফিক। মেহেদী হাসান মিরাজও পারলেন না এবার। ১ রানে রাবাদাকে খোঁচা দিয়ে ফেরেন সাজঘরে। এরপর অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন ফিরলেন শূন্য রানে। দলের হাল ধর‍তে পারলেন না সঙ্গে রাঙাতে পারলেন না অভিষেকও। মাত্র ২ রানের ব্যবধানে এই ৪টি উইকেট হারিয়েছে স্বাগতিক শিবির। একমাত্র ভরসা হয়ে ক্রিজে আছেন মুমিনুল হক। সঙ্গী তাইজুল ইসলাম।

শান্তর পর উইকেটের মিছিলে মুশফিক, বিপদে বাংলাদেশ 

শান্তর পর উইকেটের মিছিলে মুশফিকুর রহিম! পেটারসনের ফুল বলে অন সাইডে ক্লিপ করতে গিয়ে ধরা পড়েন স্কয়ার লেগে। ২ বল খেলে শূন্য রানে ফেরেন অভিজ্ঞ এই ব্যাটার। দিনের শুরুতে ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। ৪৭ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। 

খোঁচা দিয়ে সাজঘরে শান্ত 
কাগিসো রাবাদার করা দিনের দ্বিতীয় ওভারের শেষ বল। শর্ট বল পেয়ে সুযোগ হাতছাড়া করেননি নাজমুল হোসেন শান্ত। পুল করে পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে। দারুণ চারে দিনের শুরুতে ভালো ইনিংসের আভাস দেওয়া শান্ত অবশ্য টিকতে পারেননি। এক ওভার পরেই রাবাদার শিকার হয়ে ফেরেন সাজঘরে। আউট সাইড অফের বলে দ্বিধায় থেকে খোঁচা দিয়ে বসেন। ৪ রানে দিন শুরু করা শান্ত ফেরেন ৯ রানে। 

১৫ মিনিট আগে শুরু খেলা
আলোক স্বল্পতার কারণে চটগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ১৭ ওভার কম খেলা হয়েছে। সেই ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে আজ তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে। সকাল ৯টা ৪৫ মিনিটে মাঠে নামবে দুই দল।

বাংলাদেশের লক্ষ্য টিকে থাকা
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে ৫৭৫ রান। সেই রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। বাংলাদেশের সামনে এখন মান বাঁচানোর লড়াই। উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন(৪*) ও মুমিনুল হক(৬*)। প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৫৩৭ রানে।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়