ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

আফগানিস্তান সিরিজে থাকছেন না, বিসিবিকে জানিয়েছেন সাকিব 

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৬, ৩১ অক্টোবর ২০২৪   আপডেট: ১৪:০২, ৩১ অক্টোবর ২০২৪
আফগানিস্তান সিরিজে থাকছেন না, বিসিবিকে জানিয়েছেন সাকিব 

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) না খেলার বিষয়টি জানিয়ে দিয়েছেন সাকিব। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ।

চট্টগ্রামে বিসিবি প্রেসিডেন্ট বলেন, ‘সাকিব সম্ভবত পরবর্তী সিরিজ (আফগানিস্তানের বিপক্ষে) মিস করতে পারেন কারণ তিনি কিছু সময়ের জন্য অনুশীলনের বাইরে রয়েছেন এবং সম্ভবত তার আবার দলবদ্ধ হতে কিছুটা সময় লাগবে। সবকিছু বিবেচনায় নিলে মনে হচ্ছে তিনি আফগানিস্তান সিরিজ মিস করবেন।’

আরো পড়ুন:

সাকিবের সিরিজ মিস করার সিদ্ধান্ত কে দিয়েছেন? বিসিবি নাকি সাকিব? এই প্রশ্নের উত্তরে বিসিবি প্রেসিডেন্ট জানিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন সাকিব নিজেই। সাকিব ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলাতে চায় বোর্ড। এ ব্যাপারে বোর্ড তার কাছে পরিকল্পনা জানতে চেয়েছিল। 

নভেম্বরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। নিরপেক্ষ ভেন্যু শারজাহতে নভেম্বরের ৬, ৯ ও ১১ তারিখ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কয়েকদিনের মধ্যে দল ঘোষণা হতে পারে।

এদিকে সাকিব এখন আছেন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে। তিনি দেশে আসার জন্য গত ১৭ অক্টোবর রওয়ানা দিয়ে দুবাই আসেন। দুবাই আসার পর তাকে জানানো হয় না আসার জন্য। এরপর আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। নভেম্বরে টি-টেন খেলার মাধ্যমে মাঠে ফিরবেন তিনি।

চট্টগ্রাম/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়