বাফুফেতে পৌঁছেছে সাফজয়ী নারী ফুটবল দল
বিমানবন্দরে সাফজয়ী বাংলাদেশ নারী ফুবল দল || ছবি: বাফুফে
হিমালয়ের পাদদেশে আরও একবার বাংলাদেশের পতাকা উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর আগে কোনো দল টানা দুইবার সাফের শিরোপা জিততে পারেনি। এবার নতুন এক ইতিহাস গড়ে সাবিনা-রিতুপর্ণারা।
নেপাল, ভারত ও ভুটানের মতো দলকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ সাফের দ্বিতীয় শিরোপা জিতে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে দেশে ফিরে। তাদের বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে নিয়ে আসা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মতিঝিলস্থ কার্যালয়ে। বিমানবন্দর থেকে বিকেল ৪টার দিকে রওয়ানা দিয়ে সন্ধ্যা ৭টার দিকে তারা পৌঁছায় বাফুফেতে। আসার পথে রাস্তার দুই ধারে মানুষ অভিনন্দন জানায় বাংলাদেশের মেয়েদের।
বিমাবন্দর থেকে চ্যাম্পিয়ন দলকে বহনকারী ছাদখোলা বাস এক্সপ্রেসওয়েতে উঠে। এরপর এফডিসি মোড়ে নেমে সাত রাস্তা মোড় দিয়ে মগবাজার ফ্লাইওভার হয়ে কাকরাইল মোড় পেরিয়ে পল্টনে আসে। সেখান থেকে নটরডেম কলেজর সামনে দিয়ে শাপলা চত্বর পার হয়ে বাফুফে ভবনে আসেন সাবিনা-রুপনারা। সেখানে হাজার হাজার ফুটবল সমর্থক উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ বাংলাদেশ স্লোগান দিয়ে পুরো এলাকা প্রকম্পিত করেন। জিতিলোরে জিতিলো, বাংলাদেশ জিতিলো—জিতিলোরে জিতিলো, বাংলাদেশ জিতিলো; বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ স্লোগান দিতে থাকেন। ছাদখোলা বাস থেকে আতশবাজি পুড়িয়ে তাদের সঙ্গে উল্লাস ও উচ্ছ্বাসে যোগ দেন রিতুপর্ণা-রুপনারা।
এরপর একে একে খেলোয়াড় ও কর্মকর্তারা বাস থেকে নেমে প্রবেশ করেন বাফুফে ভবনে। সেখানে তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানাতে অপেক্ষায় আছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাফুফের নব-নির্বাচিত কর্মকর্তারা।
উল্লেখ্য, এর আগে গতকাল বুধবার রাতে কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা অক্ষুন্ন রাখে বাংলাদেশ। হিমালয়ের পাদদেশে আরও একবার উড়িয়ে আসে বাংলাদেশের ঝাণ্ডা।
ঢাকা/আমিনুল