সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা দিলেন ক্রীড়া উপদেষ্টা
সাফজয়ী নারী ফুবল দলকে ১ কোটি টাকা দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের মেয়েরা যখন ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে পৌঁছায় তখন তাদের হাতে উইনিং বোনাস হিসেবে ১ কোটি টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ১ কোটি টাকা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘এই আন্তর্জাতিক অর্জনের পুরস্কার হিসেবে আমরা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কারের ঘোষণা করেছি। একই সাথে আপনারা জানেন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) একটি পুরস্কার ঘোষণা করেছে তাদের জন্য। আমরা তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে দেশবাসীর পক্ষ থেকে এবং অন্তর্বর্তীকালিন বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও।’
‘আপনারা জানেন যে, নেপালের স্টেডিয়ামে যে ক্রাউড তাদের বিপক্ষে চিয়ার করছিল সেই ক্রাউডের বিপক্ষেও সাহসিকতার সঙ্গে খেলে একটি বিজয় তারা বাংলাদেশকে এনে দিয়েছে সে জন্য আবারও তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং দেশবাসী যেভাবে তাদের বরণ করে নিয়েছে সে জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই।’
ঢাকা/আমিনুল