ঢাকা     বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১৬ ১৪৩১

ব্যাটিংয়ের সময় মনে হয় না আমি অধিনায়ক: শান্ত

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ৩১ অক্টোবর ২০২৪  
ব্যাটিংয়ের সময় মনে হয় না আমি অধিনায়ক: শান্ত

টানা চার টেস্টে নাস্তানাবুদ। ভারতের মাটিতে পরাজিত হওয়ার পর এবার দেশের মাটিতে। লড়াইটুকু করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় ৭ উইকেটের হারের পর চট্টগ্রামে প্রোটিয়াদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় উপহার দিয়েছে বাংলাদেশ।

নানা বিষয়ে দলের পরিবেশও উপযোগী নয়। সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজে আছেন অফ ফর্মে। ঢাকা টেস্টের পর নেতৃত্ব ছাড়ার কথা বলে মাঠের বাইরের বিষয়কে করে তুলেছেন আরও বড়।

চট্টগ্রামে তৃতীয় দিনে ইনিংস ও ২৭৩ রানে টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক। নিজের নেতৃত্বসহ দলের সার্বিক অবস্থা নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। রাইজিংবিডির পাঠকদের জন্য তা তুলে ধরা হলো।

আরো পড়ুন:

এমন পারফরম্যান্সের পেছনে সমস্যা খুঁজে পেয়েছেন? 
শান্ত:
এটা তো অবশ্যই খুবই হতাশাজনক। এগুলো থেকে বোঝা যায় আমাদের কত উন্নতির জায়গা আছে। পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেই জিতেছি। মাঠে, মাঠের বাইরে অনেকগুলো জায়গা আছে যেখানে আমাদের উন্নতি করতে হবে। শুধু এই দুই ইনিংস বলব না। খেয়াল করে দেখেন, লম্বা সময় ধরেই এরকম হচ্ছে। টেস্টে টপ অর্ডার থেকে যদি পার্টনারশিপ না হয় তাহলে পরের ব্যাটারদের জন্য খুবই কঠিন। ওপরে যারা ব্যাটিং করে তারা কী চিন্তা করে বা কী ধরনের প্রস্তুতি নেয় আমি জানি না। তবে এভাবে যদি চলতে থাকে, এরকম ফলাফলই হবে।

ঘাটতিটা কোথায়, স্কিল ইস্যু না মানসিকতা? 
শান্ত:
দুটাই। স্কিল এবং চিন্তাভাবনা দুইটাই। আমাদের স্কিলের অনেক জায়গা আছে যেখানে উন্নতি করতে হবে। পাশাপাশি চিন্তাভাবনাতেও পরিবর্তন আনতে হবে। উন্নতি করতে হবে এটা তো অনেক দিন ধরেই বলছি। কোন জায়গায় উন্নতি দরকার এটা খুঁজে বের করতে হবে।

আপনি বেশ কয়েক ইনিংস ধরে অফ ফর্মে, এটা কি দলে প্রভাব ফেলেছে কি না? 
শান্ত:
হ্যাঁ অবশ্যই। যেহেতু ওপরের দিকে ব্যাট করি, গুরুত্বপূর্ণ দায়িত্ব রান করা। যেটা হচ্ছে না। গত বেশ কয়েকটা ইনিংসে ২০ থেকে ৪০ এর মধ্যে আউট হচ্ছি। সেট হয়ে আউট হচ্ছি যা দলের জন্য ক্ষতির কারণ। এ জায়গায় আরও মনোযোগ রেখে করা উচিৎ। আমার কাছে মনে হয় আমার ব্যাটিং অনেক গুরুত্বপূর্ণ।

মাঠের বাইরের কোন ব্যাপারটা প্রভাব ফেলছে? 
শান্ত:
মাঠের বাইরের বলতে আমি খেলোয়াড়দের স্কিলে উন্নতির কথা বলেছি, অন্য কিছু বুঝাইনি। দীর্ঘদিন ধরেই আমাদের ব্যাটিং এরকম হচ্ছে। যখন প্র্যাকটিস করি, ঐ জায়গায় ঘাটতি আছে কিনা খেয়াল রাখা দরকার। 

অধিনায়কত্ব নিয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন? 
শান্ত:
বোর্ড প্রেসিডেন্ট কথা বলেছেন আপনাদের সাথে, আমি কোনো মন্তব্য না করি। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা… এখন পর্যন্ত কথা হয়নি।

আগের সিদ্ধান্তেই অনড়?
শান্ত:
আপনাকে কে বলল আমি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি? এখনও প্রেসিডেন্টের সাথে কথা হয়নি। কথা হলে আমি বা প্রেসিডেন্ট একটা ক্লিয়ার ম্যাসেজ দিতে পারব।

অধিনায়কত্ব উপভোগ করছিলেন?
শান্ত:
বয়সভিত্তিক থেকেই অনেক জায়গায় বলে আসছি, ক্যাপ্টেন্সি আমি সবসময় উপভোগ করি। গত কয়েকটা সিরিজও মাঠের ভেতরে আমি উপভোগ করেছি। এটা সবসময়ই আমার ভালো লাগার জায়গা।

ব্যাটিংয়ের সময় বাড়তি চাপ কাজ করতো কি না? 
শান্ত:
আমার কাছে একবারও মনে হয়নি আমি ক্যাপ্টেন। ক্যাপ্টেন তাই সব আমাকে একা করতে হবে এমন মনে হয় না। বল দেখি, ব্যাটিং করি, ব্যাটিং উপভোগ করি। ব্যাটিং করতে সবারই ভালো লাগে। চিন্তা থাকে একটাই কীভাবে বড় রান করতে পারব। এখন পর্যন্ত (চাপ) হয়নি আলহামদুলিল্লাহ।

সিরিজের মাঝে কিংবা আগে নেতৃত্ব ছাড়া—অবসর নেওয়ার সংস্কৃতি পরিবর্তন হবে কি না? 
শান্ত:
ইনশাআল্লাহ সামনে থেকে হবে না এটা বিশ্বাস করি। সুন্দর একটা নিয়মের মাধ্যমে এই জিনিসগুলো হবে এটা আমি বিশ্বাস করি। 

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়