ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

নারী ক্রিকেট ও ফুটবল দলের বৈষম্য নিরসনে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১২, ৩১ অক্টোবর ২০২৪  
নারী ক্রিকেট ও ফুটবল দলের বৈষম্য নিরসনে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

নেপালকে হারিয়ে আরও একবার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। প্রথমবার জেতার পর ভারত ও নেপালের মতো দলকে পেছনে ফেলে দ্বিতীয়বার জেতাটা নিঃসন্দেহে গৌরবের। সক্ষমতার প্রশ্নে সাবিনা-রিতুপর্ণারা উতরে গেছেন।

এমন সময় চারদিক থেকে প্রশ্ন উঠছে মেয়েরা যে তিনমাস ধরে বেতন পান না, ছেলেদের সঙ্গে মেয়েদের সুযোগ-সুবিধা ও বেতন-ভাতার যে বৈষম্য আছে সেটার কি এবার নিরসন হবে?

বৃহস্পতিবার সাফজয়ী নারী দলকে বাফুফে ভবনে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে আসা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকেও বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আপনারা জানেন কিছু অভিযোগ আছে। বাংলাদেশ নারী ফুটবল দল ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাপারে কিছু বৈষম্য এবং সুযোগ-সুবিধার বিষয়ে কিছু অভিযোগ আছে। আমরা সেগুলো জেনেছি এবং সেই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করার জন্য ইতোমধ্যেই বাফুফের সঙ্গে কথা বলেছি। বিসিবির সাথেও কথা বলেছি। এই সমস্যাগুলো আমরা দ্রুতই সমাধান করতে পারবো বলে আশা রাখছি।’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক অর্জন ছিনিয়ে আনছে আমরা বিশ্বাস করি আগামী দিনে আরও বড় কোনো টুর্নামেন্ট এবং আরও বড় কোনো ট্রফিও আমরা জিতবো ইনশাল্লাহ। এবং তারা সেই জয়টি আমাদের জন্য এনে দিতে পারবেন বলে আমরা আশাবাদী। সে জন্য যেকোনো ধরনের সহযোগিতা মন্ত্রণালয়ের ও সরকারের পক্ষ থেকে করার আমাদের সর্বোচ্চ সদিচ্ছা আছে এবং আমরা সামনের দিকে সেগুলো করবো।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়