ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বয়স বাড়ায় খেলার ধরন বদলেছেন মেসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:২৬, ১ নভেম্বর ২০২৪
বয়স বাড়ায় খেলার ধরন বদলেছেন মেসি

লিওনেল মেসির বয়স ৩৭ পেরিয়েছে। যিনি ২০২৩ সালে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন। তার পায়ের জাদুতে মুগ্ধ করছেন মার্কিন মুলুক। তবে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি খেলার ধরনও বদলেছেন। নিজেকে নতুনভাবে আবিস্কার করার চেষ্টা করছেন।

মেসি বলেছেন, ‘বয়স, পরিস্থিতি ও সময়ের দাবিতে আমি আমার খেলার ধরন বদলে ফেলেছি। আমি সব কিছুর সঙ্গে কিছুটা খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি নিজেকে নতুনরূপে আবিস্কার করছি এবং সেটার মাধ্যমে লিগের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছি। যা ছিল আমার জন্য নতুন কিছু। তবে শুরু থেকেই আমি বেশ আরাম ও তৃপ্তি অনুভব করছিলাম (ইন্টার মায়ামিতে)।’

মেসির আগমনে বদলে গেছে ইন্টার মায়ামি। যেন এক জাদুকর এসে তার জাদুর কাঠির ছোঁয়ায় সবকিছু পাল্টে দিয়েছেন। তার নেতৃত্ব ও পারফরম্যান্সে ভর করে ইন্টার মায়ামি তাদের ক্লাব ইতিহাসে প্রথমবার লিগস কাপের শিরোপা জিতে। তার আগে ২০২৩ মৌসুমে মেজর লিগ সকারে ধুঁকছিল ক্লাবটি। ইস্টার্ন কনফারেন্সে ১৪তম স্থানে থেকে লিগ শেষ করেছিল।

আরো পড়ুন:

কিন্তু মেসি যোগ দেওয়ার পর তারা এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতে আর্জেন্টাইন অধিনায়কের গোলে। এরপর ইন্টার্ন কনফারেন্সে চ্যাম্পিয়ন হয়। ওই মৌসুমে মেসি ২০টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেন। যদিও তিনি ৩৪ ম্যাচের মধ্যে মাত্র ১৯টিতে খেলেছিলেন।

মেসি বলেন, ‘আসলে একটি ক্লাবকে প্রতিষ্ঠা করতে আপনাকে শিরোপা জিততে হবে। আমাদের ক্লাবটি মেজর লিগ সকারে খারাপ সময় পার করছিল। আমি আসার পরও কিছুটা ধুঁকেছে। যদিও পরে আমরা লিগস কাপ জয় করি, যেটা ছিল ক্লাবটির ইতিহাসে প্রথম কোনো শিরোপা।’

‘ওটা ছিল আমার জন্য অসাধারণ কিছু। এখন আমরা প্লে’অফ খেলার জন্য অপেক্ষা করছি। আশা করছি এবার আমরা এমএলএস কাপ জিততে পারবো।’ যোগ করেন মেসি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়