ঢাকা     শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ১৭ ১৪৩১

ওয়ানডে দলে নাসুম-রানা, নেতৃত্বে থাকছেন শান্তই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:৩৩, ১ নভেম্বর ২০২৪
ওয়ানডে দলে নাসুম-রানা, নেতৃত্বে থাকছেন শান্তই

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের মাঝপথে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে কম জলঘোলা হয়নি। তবে তাকে অধিনায়ক করেই আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১ নভেম্বর) অফিসিয়াল বিবৃতিতে দল ঘোষণা করে বিসিবি।

দলে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে পেসার নাহিদ রানাকে। টেস্টে অভিষেক হলেও এখনো সাদা বলে জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি নাহিদের। এছাড়া পুরনোদের মধ্যে দলে ঢুকেছেন ওপেনার ব্যাটার জাকির হাসান ও স্পিনার নাসুম আহমেদ।

বাদ পড়েছেন লিটন দাস। তাকে অবশ্য পারফর্ম্যান্সের কারণে বাদ দেওয়া হয়নি। বিসিবি জানিয়েছে, জ্বরে ভুগছেন লিটন। এখন সুস্থ হয়ে উঠতে পারেননি। একই কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের শেষ টেস্টেও মাঠে দেখা যায়নি লিটনকে। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন এনামুল হক, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।

আরো পড়ুন:

শনিবার (২ নভেম্বর) ও রোববার (৩ নভেম্বর) দুই গ্রুপে ভাগ হয়ে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ৬, ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশ দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়