ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ওয়ানডে দল থেকে বাদ, ফেসবুকে তাইজুলের ‘হাততালি’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:১৪, ১ নভেম্বর ২০২৪
ওয়ানডে দল থেকে বাদ, ফেসবুকে তাইজুলের ‘হাততালি’

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা হয়নি স্পিনার তাইজুল ইসলামের। তার জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে। দল ঘোষণার পরপরই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তাইজুল। যা জন্ম দিয়েছে আলোচনার।

শুক্রবার (১ নভেম্বর) আফগানিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। সবশেষ সিরিজে খেলা তাইজুলের জায়গা হয়নি সেখানে। তার সঙ্গে বাদ পড়েছেন হাসান মাহমুদ ও এনামুল হক বিজয়। দল ঘোষণার পরই নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি পোস্ট দেন তাইজুল। যেখানে দুটি মুচকি হাসির ইমোজির পাশাপাশি তিনটি হাততালির ইমোজি ব্যবহার করেছেন। 

তাইজুলের এই পোস্টের রহস্য কি? প্রতিক্রিয়া জানার জন্য তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে রাইজিংবিডি। দুবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

আরো পড়ুন:

টেস্টে জাতীয় দলের নিয়মিত মুখ তাইজুল। সেই তুলনায় সাদা বলে তার সুযোগ মেলে না বললেই চলে। তার ভাগ্যে জুটে গেছে একপ্রকার ‘টেস্ট বোলার’ তকমা। তাও মাঝেমধ্যে সুযোগ মেলে। সবশেষ সিরিজেই জাতীয় দলের জার্সিতে তাইজুল ওয়ানডে খেলেছিলেন। 

গেল মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অবশ্য বলার মতো কিছু করতে পারেননি এই স্পিনার। দুই ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে কেবল একটিমাত্র উইকেট নিতে পেরেছিলেন। রান দিয়েছেন হাত ভরে। প্রথম ম্যাচে ৫৪ রানে উইকেটশূন্য থাকার পর দ্বিতীয় ম্যাচে ৪৩ রানে নিয়েছিলেন ১ উইকেট।

বাংলাদেশ ক্রিকেটে আলোচনার খোরাকের অভাব নেই। একের পর এক ইস্যু আসছে-যাচ্ছে। সাকিব আল হাসানকে দিয়ে শুরু, এরপর নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়া, সবশেষ তাইজুলের পোস্ট। এবার দেখার বিষয়, তাইজুলের এই এক পোস্ট তার বলের মতো ঘুরতে ঘুরতে কোন স্টাম্পে গিয়ে আঘাত করে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়