ওয়াংখেড়েতে ভারতের দুঃস্বপ্নের বিকেল
আলোয় জ্বলমলে না হোক, বিকেলটা অন্তত হতে পারতো সুন্দর। কিন্তু ওয়াংখেড়ের শেষ বিকেলটা ভারতের জন্য হয়ে এলো দুঃস্বপ্ন। নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও শুরুটা হলো এলোমেলো। যেখানে বিরাট কোহলির উইকেট হারানোটা সবচেয়ে বড় ধাক্কা।
নিউ জিল্যান্ডের করা ২৩৫ রানের জবাবে ভারত দিন শেষ করেছে ৪ উইকেটে ৮৬ রান নিয়ে। অথচ একপর্যায়ে তাদের রান ছিল ১ উইকেটে ৭৮! ভারত এখনো পিছিয়ে আছে ১৪৯ রানে।
নিউ জিল্যান্ডকে জবাব দিতে নেমে দলীয় ২৫ রানের মাথায় রোহিত শর্মাকে হারায় ভারত। ভালোই খেলছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভঁমান গিল। দুজন গড়েন ৫৩ রানের জুটি। তবে এজাজ প্যাটেলের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যক্তিগত ৩০ রানে বোল্ড হন জয়সওয়াল, দলের রান তখন ৭৮।
শেষ বিকেলটা কাটিয়ে দিতে নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে আসেন মোহাম্মদ সিরাজ। মুখোমুখি হওয়া প্রথম বলেই ফিরেও যান। এরপর দিনের শেষ ওভারে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন কোহলি। উইকেটে ৩১ রানে অপরাজিত আছেন গিল, দ্বিতীয় দিনে তাকে সঙ্গ দিবেন ১ রানে নিয়ে থাকা ঋষভ পন্ত।
ভারতের ইনিংসের ৪ উইকেটের ২টি নিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, ১টি উইকেট পেসার ম্যাট হেনরির।
এর আগে প্রথম ইনিংসে নিউ জিল্যান্ড করেছে ২৩৫ রান। ব্যাট করতে নেমে তারা ৭২ রানে প্রথম ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে ড্যারিল মিচেল ও উইল ইয়াং মিলে ৮৭ রানের জুটি গড়েন। কিন্তু এরপর আর কেউ দাঁড়াতে পারেননি। তারা শেষ ৭ উইকেট হারায় ৭৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন মিচেল, ৭১ রান ইয়াংয়ের।
ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। ওয়াশিংটন সুন্দর পেয়েছেন ৪ উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন পেসার আকাশ দীপ।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
নিউ জিল্যান্ড: ৬৫.৪ ওভারে ২৩৫ (মিচেল ৮২, ইয়াং ৭১)
ভারত: ১৯ ওভারে ৮৬/৪ (জয়সওয়াল ৩০, গিল ৩১*)
ঢাকা/বিজয়