ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নেতৃত্বে শান্তই ভরসা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:১৮, ২ নভেম্বর ২০২৪
নেতৃত্বে শান্তই ভরসা

নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত

অধিনায়কত্ব করতে চাচ্ছেন না নাজমুল হোসেন শান্ত, এমন গুঞ্জন থাকলেও আপাতত তাকে বাদ দিয়ে অন্য কাউকে চিন্তা করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) । তার ওপর পুরোপুরি আস্থা রাখছে বিসিবি। এজন্য তিন ফরম্যাটের দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়েছে শান্তকে।

আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডে খেলতে শনি ও রোববার দুই ভাগে ঢাকা ছাড়বে বাংলাদেশ। এজন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। যেখানে অধিনায়ক হিসেবে শান্তকেই বেছে নিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। পারফরম্যান্সের কারণে অধিনায়কত্ব করতে চাচ্ছেন না শান্ত, এমন কথা উঠলেও আপাতত সেসব নিয়ে চিন্তা করছে না বোর্ড।

বোর্ডের দাবি, দল নেতৃত্বের দিক থেকে স্থিতিশীল অবস্থায় আছে। এ সময় তাকে সরিয়ে নতুন কাউকে এনে পরিস্থিতি আরও জটিল করার চিন্তা নেই। ফলে শান্তর উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট ও বিসিবি। বোর্ডের দায়িত্বশীল সূত্র রাইজিংবিডিকে নিশ্চিত করেছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে আলাপচারিতায় অধিনায়কত্বের ভবিষ্যৎ চূড়ান্ত হয়েছে। শুধু আসন্ন আফগানিস্তান সিরিজই নয়, সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরে শান্ত নেতৃত্বে থাকবেন।

আরো পড়ুন:

বোর্ড সভাপতির সঙ্গে আলাপচারিতায় শান্ত নিজের পারফরম্যান্সের বিষয়টি সামনে এনেছিলেন। অফফর্মে থাকা একজন অধিনায়ক দলকে উৎসাহিত করতে পারছেন না, এমন কথাও বলেছেন। পাকিস্তান সিরিজের পর ভারত সফর ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে সামনে থেকে নেতৃত্ব দান করতে না পারার ব্যর্থতার কথা বলেছেন অধিনায়ক। সেসব আমলে নিয়ে ফারুক আহমেদ শান্তকে পুরো দলের সিনারিও বোঝানোর চেষ্টা করেছেন।

শুধু অধিনায়ক নন, বাজে ব্যাটিং, বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংয়ের কারণে ব্যর্থতার পাল্লা ভারী হয়েছে, খেলোয়াড়দের শরীরী ভাষায় জেতার প্রয়াস, লড়াইয়ের আভাস ছিল না। সবকিছু মিলিয়ে পুরো দলকে অগোছালো মনে হয়েছে ফারুক আহমেদের। সেসব নিয়ে খোলামেলা শান্তর সঙ্গে কথা হয়েছে তার। দুজনের আনুষ্ঠানিক সেই আলোচনায় অধিনায়কত্ব নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তা সমাধান হয়েছে।

বিসিবির একজন পরিচালক রাইজিংবিডিকে শুক্রবার রাতে বলেছেন, ‘দল ঘোষণায় পরিস্কার হয়েছে অধিনায়কত্ব নিয়ে বোর্ডের ভাবনা। আমাদের বোর্ড সভাপতিও আগে নিশ্চিত করেছেন, শান্তর সঙ্গে তিনি কথা বলবেন। শান্ত আমাদের প্রতিশ্রুতিশীল একজন ক্রিকেটার এবং অধিনায়কত্বে সে নিজেকে প্রমাণ করেছে। পারফরম্যান্সের ঘাটতি ক্রিকেটের প্রক্রিয়ার অংশ। শেষ দুইটি সিরিজে পুরো দলই খারাপ করেছে। অধিনায়কত্বের ওপর পুরো দোষ চাপিয়ে লাভ নেই। আশা করছি সামনে নতুন একটি সিরিজ, পুরো দল নতুন করেই উদ্যোমী হয়ে উঠবে।’ 

/ইয়াসিন/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়