ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

আইপিএলে অন্তত একটি শিরোপা জিততে চান কোহলি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ২ নভেম্বর ২০২৪  
আইপিএলে অন্তত একটি শিরোপা জিততে চান কোহলি

দেশের জার্সি গায়ে বিরাট কোহলির অর্জনের পাল্লা নেহাত কম ভারী নয়। বিশ্বকাপ জিতেছেন তরুণ বয়সেই। এরপর আইসিসির স্বীকৃত সব ধরনের শিরোপাই জিতেছেন সময়ের সেরা এই তারকা। এতো কিছুর মাঝেও কোহলির একটা আক্ষেপের জায়গা রয়ে গেছে। এখনো জিততে পারেননি আইপিএল শিরোপা। অন্তত একটি শিরোপা জিতিয়ে সেই আক্ষেপ মোচন করতে চান তিনি।

আইপিএলের এবারের আসরেও মেগা নিলামের আগে বিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ২১ কোটি টাকায় পুরন শিবিরেই রয়ে গেছেন কোহলি। এরপর এক বার্তায় কোহলি জানিয়েছেন, আগামী তিন বছরে অন্তত একবার আইপিএল শিরোপা জিততে চান তিনি। দলকে শিরোপার স্বাদ দিতে চান ১৭ বছর ধরে বেঙ্গালুরুতে খেলা কোহলি। 

সামাজিক যোগাযোগমাধ্যমে কোহলি লিখেন, ‘আগামী তিন বছরের দিকে তাকিয়ে আছি। এই সময়টায় অন্তত এক বার ট্রফি জেতাই আমার লক্ষ্য। বরাবরের মতোই আমরা নিজেদের সেরাটা দেব। নিজেদের ঢংয়ে ক্রিকেট খেলে সমর্থকদের গর্বিত করার চেষ্টা করব।’

আরো পড়ুন:

‘সবাই জানে আরসিবি আমার কাছে কী। এত বছর ধরে তারা আমাকে ধরে রেখেছে, খুব স্পেশ্যাল সম্পর্ক যা প্রতিদিন আরও মজবুত হয়। আরসিবির হয়ে খেলতে খুব ভাল লাগে। আমি জানি সমর্থক এবং দলের কর্তারাও একই রকম ভাবেন।’- আরও যোগ করেন এই তারকা খেলোয়াড়।

এদিকে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এবার বেঙ্গালুরুকে নেতৃত্ব দিতে পারেন কোহলি। যদি তাই হয়, তবে ২০২১ সালের পর আবারও ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হতে যাচ্ছেন তিনি। গেল আসরে দলটির নেতৃত্বে ছিলেন ফাফ ডু প্লেসি। এবার তাকে ছেড়ে দিয়েছে বেঙ্গালুরু।

২০১৩ থেকে ২০২১ পর্যন্ত টানা ৯ আসরে বেঙ্গালুরুকে নেতৃত্ব দেন কোহলি। কোহলির নেতৃত্বে মোট ১৪৩টি ম্যাচ খেলেছে বেঙ্গালুরু। এর মধ্যে ২০১৬ সালে ফাইনালও খেলে দলটি। তার অধিনায়কত্বে বেঙ্গালুরু জিতেছে ৬৬ ম্যাচ, হেরেছে ৭০টি। এ ছাড়া তিনটি টাই এবং চারটি ম্যাচে কোনো ফল হয়নি। 

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়