ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

টি-টোয়েন্টি নেতৃত্ব নিয়ে মুখ খুললেন হৃদয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ২ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:৫৪, ২ নভেম্বর ২০২৪
টি-টোয়েন্টি নেতৃত্ব নিয়ে মুখ খুললেন হৃদয়

অধিনায়কত্ব নিয়ে মিরপুরে কথা বলছেন তাওহীদ হৃদয় । ছবি: রাইজিংবিডি

নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়তে চাওয়ার পর মূলত আলোচনার শুরু। কার কাঁধে যেতে পারে নেতৃত্বের ভার? এমন প্রশ্নও উঠেছে। মেহেদি হাসান মিরাজের নাম শোনা গেছে সবচেয়ে বেশি। তবে টি-টোয়েন্টি সংস্করণে এসেছে তাওহীদ হৃদয়ের নাম। 

শনিবার (২ নভেম্বর) দুবাইয়ের পথে রওনা দেওয়ার আগে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন হৃদয়। এ সময় নেতৃত্ব নিয়ে প্রশ্ন করলে তিনি জানান যার কাছে যাওয়া উচিত তাকেই যেন দেওয়া হয়। 

'এই বিষয়ে বিসিবি সিদ্ধান্ত দেবে। এটা আমার হাতে কিছু নেই। আমি মনে করি, এটা শুধু আমার বা এক-দুইজন দিয়ে হবে না। এটা বিসিবি বা যারা আছে দায়িত্বে, তারা ভালো জানবেন।’

আরো পড়ুন:

অধিনায়কত্ব প্রসঙ্গে নিজের মতামতও ব্যক্ত করেছেন ডানহাতি এই ব্যাটার, ‘আমার যেটা মনে হয়, দলের ভালোর জন্য যার কাছে (অধিনায়কত্ব) যাওয়া উচিত, তাকেই দেওয়া হোক। আর যার কাছেই যাবে, তার জন্য শুভকামনা।’

আরব আমিরাতের শহর শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য প্রথম দফায় হৃদয়ের সঙ্গে মিরপুর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন রিশাদ হোসেনও। ৬, ৯ ও ১১ নভেম্বর শারজাহতে তিন ম্যাচের সিরিজ হবে। 

নেতৃত্বের জন্য প্রস্তুত কি না জানতে চাইলে এই তারকা ব্যাটার জানান, আপাতত এই সিরিজেই নজর দিতে চান, ‘আমি এই ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। সামনে যেহেতু আমাদের একটা খেলা আছে, এই ব্যাপারটাতেই মনোযোগ দিতে চাচ্ছি।’

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি নিয়ে আশা দেখাচ্ছেন হৃদয়। বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে আরও ৭ মাস আগে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। 

প্রস্তুতি নিয়ে হৃদয় বলেন, ‘আশা করি, ভালোভাবে শুরু করতে পারব। বরাবরই এই সংস্করণে আমরা ভালো খেলে থাকি। এবারও অবশ্যই ভালোভাবে শুরু করতে চাই। আমাদের যে সামর্থ্য আছে, সে অনুযায়ী যদি খেলতে পারি, ভালো কিছু হবে ইনশাআল্লাহ্‌।’ 

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়