ঢাকা     মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১১ ১৪৩১

এনামুল-অমিতের সেঞ্চুরি, ১৫৮ রানে অলআউট রংপুর

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৫, ২ নভেম্বর ২০২৪  
এনামুল-অমিতের সেঞ্চুরি, ১৫৮ রানে অলআউট রংপুর

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে সেঞ্চুরির খুব কাছে গিয়েছিলেন এনামুল হক বিজয়। থেমেছিলেন ৯৫ রানে। এবারের লিগের প্রথম সেঞ্চুরির আক্ষেপ তৃতীয় রাউন্ডে এসে ঘোচালেন খুলনা বিভাগের ওপেনার। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা মেট্রোর বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নেন এনামুল। শুধু তিনি-ই নন, খুলনার আরেক ওপেনার অমিত মজুমদারও পেয়েছেন সেঞ্চুরির দেখা।

উদ্বোধনী জুটিতে দুজন ২৩০ রান জমা করেন। তাদের সেঞ্চুরিতে ভর করে প্রথম দিন বিশাল পুঁজি পেয়েছে খুলনা। টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে তাদের সংগ্রহ ৩৫৮ রান। এনামুল ১৬৯ বলে ১২৫ রান করেন ১৩ চার ও ৩ ছক্কায়। অমিত প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি তুলে করেন ১৪৫ রান। ২৩৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া ইমরুল কায়েস ৪৬ ও অধিনায়ক কাজী নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ১৬ রান। টিপু সুলতান ও জিয়াউর রহমান অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

এদিকে সিলেট বিভাগের তিন পেসারের তোপে মাত্র ১৫৮ রানে অলআউট হয়েছে রংপুর বিভাগ। বগুড়ায় সিলেটের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে নাস্তানাবুদ হয়েছে রংপুর। তিন পেসার রাজা, রাহী ও খালেদ তিনটি করে উইকেট পেয়েছেন। অপর উইকেটটি নেন তোফায়েল। রংপুরের ব্যাটিং ব্যর্থতার দিনে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক আকবর আলী। ৩৩ রান আসে খালিদ হাসানের ব্যাট থেকে। জবাব দিতে নেমে সিলেট বিনা উইকেটে ২৪ রান তুলে খেলা শেষ করে।

আরো পড়ুন:

কক্সবাজারে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডে পণ্ড হয়েছে দুই ম্যাচের খেলা। একাডেমি গ্রাউন্ডে তাও ২৬ ওভার খেলা হয়েছে, মূল মাঠে কোনো বলই মাঠে গড়ায়নি। একাডেমি মাঠে ঢাকা বিভাগের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম বিভাগ ১ উইকেটে ১০৭ রান তুলেছে। ১ রানে রান আউট হন সাব্বির হোসেন। এরপর পারভেজ হোসেন ইমন ৫৪ ও সাজ্জাদুল হক রিপন ৪৬ রান করে দিনের খেলা শেষ করেন। 

ঢাকা/ইয়াসিন/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়