ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

হোয়াইটওয়াশ হয়ে শীর্ষস্থান খোয়ালো ভারত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ৩ নভেম্বর ২০২৪  
হোয়াইটওয়াশ হয়ে শীর্ষস্থান খোয়ালো ভারত

নিউ জিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান খুইয়েছে ভারত। ঘরের মাঠে টানা তিন ম্যাচ হেরে ২৪ বছর পর ধবলধোলাইয়ের স্বাদ পাওয়া ভারতের জন্য এ যেন মরার উপর খাঁড়ার ঘা। চলমান চক্রে তাদের অবনতির সুযোগ নিয়ে শীর্ষে উঠে গেছে অস্ট্রেলিয়া।

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে হালনাগাদকৃত পয়েন্ট তালিকায় ১২ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। ১৪ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ভারতের পয়েন্টের ৫৮.৩৩ শতাংশ। ৯ ম্যাচে ৫ জয় পাওয়া শ্রীলঙ্কা ৫৫.৫৬ শতাংশ পয়েন্টে ধরে রেখেছে তৃতীয় স্থান।১১ ম্যাচে ৬ জয়ে ৫৪.৫৫ শতাংশ পয়েন্ট নিয়ে চারে নিউ জিল্যান্ড।

পঞ্চম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা প্রোটিয়ারা ৮ ম্যাচে ৪ জয় ও ১ ড্রতে ৫৪.১৭ শতাংশ পয়েন্ট অর্জন করেছে। ৯ ম্যাচ জিতে ইংল্যান্ডের পয়েন্ট ৪০.৭৯ শতাংশ। তারা আছে ছয়ে। পাকিস্তান ৪টি ম্যাচ জিতে ৩৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে আছে সাতে।

আরো পড়ুন:

বাংলাদেশের অবস্থান তলানি থেকে দ্বিতীয়। ২৭.৫ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে নাজমুল হোসেন শান্তর দল। টেবিলের তলানিতে ওয়েস্ট ইন্ডিজ। ৯ ম্যাচ খেলে মাত্র ১ জয় ও ২ ড্রয়ে ১৮.৫২ শতাংশ পয়েন্ট তাদের।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়