ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

চার পেসার নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ৩ নভেম্বর ২০২৪  
চার পেসার নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে পাকিস্তান

পাকিস্তান মানেই পেস বোলারদের ঘাঁটি। গতির তোড়ে প্রতিপক্ষকে অসংখ্যবার উড়িয়েছেন পাকিস্তানিরা। মাঝের সময়টায় তাদের পেস ব্যাটারির ঝলক দেখা যায়নি। অবশেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো শক্তির পেস আক্রমণ নিয়ে ফিরছে পাকিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের জন্য চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছে তারা।

সোমবার (৪ নভেম্বর) মেলবোর্নে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এই ম্যাচের জন্য একদিন আগেই একাদশ ঘোষণা করে দিয়েছে পাকিস্তান ম্যানেজমেন্ট।

এই সিরিজে দলকে নেতৃত্ব দিবেন উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে প্রথম টেস্টের পর বিশ্রাম দেওয়া হয় বাবর আজমকে। ফরম্যাট পরিবর্তন হতেই আবারও দলে ফিরছেন এই অভিজ্ঞ তারকা ব্যাটার। একই সঙ্গে একাদশেও জায়গা করে নিয়েছেন বাবর।

আরো পড়ুন:

অস্ট্রেলিয়ার কন্ডিশনের কথা বিবেচনা করে একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখেনি পাকিস্তান। তারা একাদশ সাজিয়েছে চার পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইনকে নিয়ে। এদের মধ্যে হাসনাইন সবশেষ গত বছর জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছেন।

স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন সালমান আলি আগা। ওয়ানডেতে অভিষেক হচ্ছে মুহাম্মদ ইরফান খানের। এর আগে ইরফান অবশ্য ৩ টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। মিডল অর্ডারে কামরান গুলামকে রাখা হয়েছে। এর আগে একটি ওয়ানডে খেললেও ব্যাটিংয়ের সুযোগ হয়নি তার।

পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, সায়েম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), কামরান গুলাম, সালমান আলী আগা (সহ-অধিনায়ক), মুহাম্মদ ইরফান খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়