আফগানিস্তানের শক্তি নয়, নিজেদের নিয়ে ভাবছে বাংলাদেশ
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মাঠের পারফরম্যান্স খুবই বাজে। ভারতের পর ঘরের মাঠে টানা তিন সিরিজে গো-হারা হেরেছে লাল সবুজের দল। এবার বাংলাদেশের সামনে আফগানিস্তান পরীক্ষা। নিজেদের সবচেয়ে প্রিয় সংস্করণ ওয়ানডেতে আফগানদের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল।
সিরিজ শুরুর আগে আলোচনার সঙ্গে উঠে এসেছে প্রশ্নও- সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা আফগানদের বিপক্ষে পারবে তো বাংলাদেশ? সাম্প্রতিক ফর্ম বিবেচনায় নিলে আফগানরা এগিয়ে আছে, তবে এসব নিয়ে ভাবছে না বাংলাদেশ। তাদের নজর নিজেদের দিকে।
উইকেটকিপার ব্যাটার জাকির হাসান বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই ভালো। এটা ঠিক ওরা বোলিংয়ে অনেক উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কী শক্তি আছে ওটা নিয়ে চিন্তা করার চেয়ে আমাদের শক্তির জায়গা কোনটা তা নিয়ে ভাবা ভালো। আমরা যেভাবে ভালো খেলতে পারব ওই শক্তি নিয়েই কাজ করবো।’
দুবাই রওয়ানা দেয়ার আগে রোববার (৩ নভেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জাকির। এ সময় দলের বর্তমান অবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। বিশেষ করে এই সিরিজে ডাক না পাওয়ায় ফেসবুকে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তাইজুল ইসলাম-এনামুল হক বিজয়রা।
স্কোয়াডে এনামুলের সুযোগ মিললে জাকিরের ডাক পড়তো না। বিষয়টি নিয়ে জানতে চাইলে জাকির জানিয়েছেন, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, ‘এটা নিয়ে প্রভাব পড়ার কিছু নেই। এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় কে দলে থাকবে বা থাকবে না এটা বোর্ডের ব্যাপার। যে যার কাজটা নিয়ে ফোকাসে থাকলেই হবে। এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এটা আমাদের কিছু না। নির্বাচকরা আছেন, তাদের কাজ।’
প্রথম দফায় গতকাল ৯ ক্রিকেটার দুবাইর বিমান ধরেন। আজ জাকিরের সঙ্গী হন মুশফিকুর রহিম-জাকের আলী অনিকরা। শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৬, ৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের এই সিরিজটি হবে।
সিরিজটি চ্যালেঞ্জিং হবে জানিয়ে জাকির বলেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে কিন্তু আমার মনে হয় খুব ভালো একটা সিরিজ হবে। আমি যতটুকু জানি শারজাহর উইকেট খুব ভালো হয়। আশা করি খুব ভালো একটা ম্যাচ হবে।’
ঢাকা/বিজয়