ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

পয়েন্ট ভাগাভাগিতে শেষ ম্যানইউ-চেলসি মহারণ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:২৫, ৪ নভেম্বর ২০২৪
পয়েন্ট ভাগাভাগিতে শেষ ম্যানইউ-চেলসি মহারণ

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ মানেই জমজমাট। আর তা যদি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মধ্যকার লড়াই, তাহলে তো কথাই নেই। চলতি মৌসুমে দুই দলের প্রথমে দেখা জমে উঠলো বেশ। তাতে অবশ্য জয় পায়নি কেউ। ১-১ গোলের সমতায় শেষ হয়েছে লড়াই।

রোববার (৩ নভেম্বর) ইউনাইটেডের মাঠে দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্রুনো ফার্নান্দেজ দলকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মোইসেস কাইসেদো।

ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের শুরুতেই আক্রমণ করে চেলসি। পঞ্চদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় তারা। কোল পালমার কর্নার নিয়েছিলেন। ননি মাদুয়েকের হেড জাল খুঁজে নিতে পারেনি।

আরো পড়ুন:

ইউনাইটেড প্রথম আক্রমণটি করে ম্যাচের ২৪তম মিনিটে। রাসমুস হয়লুনের পাস বক্সে পেয়ে গোলরক্ষক বরাবর দুর্বল শট নেন গার্নাচো। এরপর প্রথমার্ধের শেষ সময়ে ফার্নান্দেজের ক্রসে মার্কাস র‍্যাশফোর্ডের ভলি ক্রসবারে লাগে।

দ্বিতীয়ার্ধে ইউনাইটেড এগিয়ে যায় পেনাল্টি পেয়ে। ৭০তম মিনিটে চেলসির গোলরক্ষক রবের্ত সানচেস বক্সে হয়লুনকে ফাউল করায় পেনাল্টি দিয়েছিলেন রেফারি। সফল স্পট-কিকে দলকে এগিয়ে নেন ফার্নান্দেজ। 

চার মিনিট পরই অবশ্য সমতায় ফেরায় চেলসি। ৭৪তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি কাসেমিরো। এই সুযোগে বক্সের বাইরে থেকে নিচু ভলিতে ঠিকানা খুঁজে নেন কাইসেদো। এরপর দুই কয়েকটি আক্রমণ করলেও আর জাল খুঁজে পায়নি।

এই জয়ে ১০ ম্যাচে পাঁচ জয় ও তিন ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে চারে উঠেছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে আর্সেনাল পাঁচে। ১৯ পয়েন্ট নিয়ে নটিংহ্যাম ফরেস্ট তিনে। ২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে, ২৫ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে আছে। ১২ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ম্যানইউ।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়