ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ভারতের ধবলধোলাই হজম হচ্ছে না শচীন-শেবাগদের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১২:৩৮, ৪ নভেম্বর ২০২৪
ভারতের ধবলধোলাই হজম হচ্ছে না শচীন-শেবাগদের

নিজেদের মাটিতে ভারতের এমন বেহাল দশা শেষবার দেখে গিয়েছিল দুই যুগ আগে। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধবলধোলাই হয়েছিল ভারত। ২৪ বছর পর তাদেরকে পুরনো সেই স্বাদ দিলো নিউ জিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে নিজেদের মাটিতেই এমন লজ্জা হজম করতে পারছেন না ভারতের সাবেক ক্রিকেটাররা।

মুম্বাই টেস্ট হার এড়াতে পারলেই ভারত লজ্জার হাত থেকে বেঁচে যেত। সেজন্য দরকার ছিল ১৪৭ রান। কিন্তু রোহিত শর্মার দল গুটিয়ে গেছে ২৯.১ ওভারে ১২১ রানে। ২৫ রানে পরাজয়ের পর সামাজিক মাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়।

শচীন টেন্ডুলকার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারা হজম করা আসলেই কঠিন। এটা অবশ্যই গভীরভাবে বিচার করে দেখা উচিত। এখানে কি প্রস্তুতির ঘাটতি ছিল, নাকি বাজে শট নির্বাচন অথবা ম্যাচ অনুশীলনের ঘাটতি?’

আরো পড়ুন:

দুই তরুণ তারকা শুভমান গিল ও ঋষভ পন্তের কথা বলতে গিয়ে শচীন আরও উল্লেখ করেন, ‘শুভমান গিল প্রথম ইনিংসে ধৈর্য ধরে খেলেছে। ঋষভ পন্ত দুই ইনিংসেই দারুণ ছিল। এমন চ্যালেঞ্জিং উইকেটে তার ফুটওয়ার্ক একেবারে ভিন্নরকম লাগে। সে আসলেই দুর্দান্ত ছিল।’

স্পিন দিয়ে নিউ জিল্যান্ডকে কাবু করতে চেয়েছিল ভারত। তবে নিজেদের ফাঁদে নিজেরাই পা দিয়েছে। এমন হারের পর নিজের ইনস্টাগ্রামে বীরেন্দর শেবাগ লেখেন, ‘সমর্থক হিসেবে তাদের সমর্থন দেওয়া তো উচিত। তবে আমাদের দলের এটা ভয়ংকর পারফরম্যান্স। স্পিন খেলার স্কিলে অবশ্যই উন্নতি করতে হবে। কিছু পরীক্ষা নিরীক্ষা সীমিত ওভারের ক্রিকেটে অবশ্যই দরকার। তবে টেস্টে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ফল খুব বাজে হয়।’

ভারতের কট্টর সমালোচকদের একজন সাবেক স্পিনার হরভজন সিং। এমন ভরাডুবির পর রোহিতদের স্রেফ ধুয়ে দিয়েছেন ‘ভাজ্জি’ খ্যাত এই ক্রিকেটার। এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)-কে হরভজন বলেছেন, ‘গাড্ডা খোদা তোহ থা লেকিন গির খুদ গায়ে (আমরা নিজেদের গর্তে নিজেরাই পড়েছি)’

ঘরের মাঠে ধবলধোলাই হয়ে ভারত শীর্ষস্থান খুইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে নেমে গেছে। তাদের সাফল্যের হার ৫৮.৩৩ শতাংশ। ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের সামনে বাকি রয়েছে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। তাতে কি হয় সেটাই এখন দেখার।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়