ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ভারত-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের যত রেকর্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৪৭, ৪ নভেম্বর ২০২৪
ভারত-নিউ জিল্যান্ড টেস্ট সিরিজের যত রেকর্ড

এটাই প্রথম ঘটনা, যেখানে ভারত তিন বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। এর আগে ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ও ১৯৮০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল ভারতীয়রা। একই সঙ্গে ১৯৮৩ সালের পর ঘরের মাটিতে এবারই প্রথম তিন ম্যাচের সিরিজে সবকটি ম্যাচ হারলো তারা। 

আরো পড়ুন:

এটাই প্রথম ঘটনা যেখানে কোনো টেস্ট সিরিজের তিনটি ম্যাচই জিতলো নিউ জিল্যান্ড। এর আগে তারা সাদা পোশাকের কোনো সিরিজে ধারাবাহিকভাবে তিনটি ম্যাচ জিততে পারেনি।

৩১-১

দুইশ বা এর কম রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের জয় পরাজয়ের অনুপাত ৩১:১। অর্থাৎ ৩১ ম্যাচ জয়ের বিপরীতে এই প্রথম হারলো তারা। এর আগে তাদের সামনে টেস্টে প্রতিপক্ষের ছুঁড়ে দেওয়া সর্বনিম্ন লক্ষ্য ছিল ২২১, ১৯৮৭ সালে বেঙ্গালুরুতে পাকিস্তান এই লক্ষ্য দিয়েছিল।

এটা তাদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান, যেটা তাড়া করতে নেমে হেরেছে। এর আগে ১৯৯৭ সালে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রান তাড়া করতে নেমে ৮১ রানে গুটিয়ে গিয়েছিল ভারত।

২০২৪ সালে নিজেদের মাঠে খেলা ১০ টেস্টের ৪টিতে হারলো ভারত। এক বছরে এর চেয়ে বেশি টেস্ট কখনও হারেনি তারা। ১৯৬৯ সালে ৮ টেস্ট খেলে সমান ৪টি হেরেছিল উপমহাদেশের দলটি।

একই সঙ্গে অধিনায়ক হিসেবে ঘরের মাঠে পঞ্চম টেস্ট হারের স্বাদ পেলেন রোহিত শার্মা। ভারতের অধিনায়কদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। ভারতে ৯ টেস্ট হেরে এই তালিকায় সবার ওপরে মানসুর আলি খান পাতৌদি। ১৯৬৯ সালে ঘরের মাঠে তার নেতৃত্বে ৪টি টেস্ট হেরেছিল ভারত।

২৫

নিউ জিল্যান্ড স্পিনার এজাজ প্যাটেল ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখন পর্যন্ত ২ টেস্ট খেলে নিয়েছেন ২৫ উইকেট। এর মধ্যে দিয়ে ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথামকে (২২ উইকেট) পেছনে ফেলে সফরকারী বোলারদের মধ্যে এই মাঠের সফলতম বোলার এখন তিনিই।

টেস্ট ইতিহাসের অষ্টম সফরকারী বোলার হিসেবে একই ভেন্যুতে দুটি দশ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন এজাজ প্যাটেল। ওয়াংখেড়েতে এই কীর্তি গড়লেন এজাজ। তার আগে সবশেষ এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ওভালে চার টেস্ট খেলে দুইবার ১০ উইকেট নিয়েছেন ওয়ার্ন।

মুম্বাইয়ে দুই ইনিংসেই পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন এজাজ প্যাটেল ও রবীন্দ্র জাদেজা। এক টেস্টে বাঁহাতি বোলারদের চারটি পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এই প্রথম দেখলো ক্রিকেট বিশ্ব।

দুইজন বাঁহাতি বোলারের টেস্ট ম্যাচে ১০ উইকেট নেওয়ার নজির এ নিয়ে দ্বিতীয়বার দেখা গেল। ১৯৮০ সালে করাচি টেস্টে ম্যাচে ১০ উইকেটের স্বাদ পেয়েছিলেন পাকিস্তানের ইকবাল কাসিম ও অস্ট্রেলিয়ার রে ব্রাইট।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়