ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৮ ১৪৩১

স্টার্ক-কামিন্সে অস্ট্রেলিয়ার জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ১৭:১০, ৪ নভেম্বর ২০২৪
স্টার্ক-কামিন্সে অস্ট্রেলিয়ার জয়

টার্গেটটা অবশ্য খুব বড় ছিল না। তবুও অস্ট্রেলিয়াকে পরীক্ষা দিতে হলো ভালোই। ২০৩ রান তাড়া করতে নেমে তারা হারালো ৮ উইকেট। এরপর অবশ্য ৯৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অজিরা।

আজ সোমবার (০৪ নভেম্বর) মেলবোর্নে প্রথম ওয়ানডেতে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে ২০৩ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়াও উইকেট হারায় ৮টি। কিন্তু স্টিভেন স্মিথ, জশ ইঙ্গলিশ ও প্যাট কামিন্সের ব্যাটে ভর করে জয় পায়। স্মিথ ৬ চারে ৪৪ ও ইঙ্গলিশ ৪টি চার ও ৩ ছক্কায় করেন ৪৯ রান। শেষ দিকে কামিন্স ৩১ বলে ৪টি চারে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে পাকিস্তানের হারিস রউফ ৯ ওভারে ৬৭ রান দিয়ে ৩টি উৈইকেট নেন। শাহীন আফ্রিদি ১০ ওভারে ৪৩ রান দিয়ে নেন ২টি উইকেট।

আরো পড়ুন:

তার আগে পাকিস্তানকে অলআউট করার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখেন মিচেল স্টার্ক। তিনি ১০ ওভার বল করে ৩ মেডেনসহ মাত্র ৩৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। কামিন্স ৯.৪ ওভারে ১ মেডেনসহ ২৯ রান দিয়ে নেন ২টি উইকটে। আর অ্যাডাম জাম্পা ১০ ওভারে ৬৪ রানে নেন ২টি উইকেট।

পাকিস্তানের ইনিংসে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ৭১ বলে ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন। নাসিম শাহ ৩৯ বলে ৪টি ছক্কা ও ১ চারে করেন ৪০ রান। এছাড়া বাবর আজম ৩৭, শাহীন ২৪ ও ইরফান খান করেন ২২ রান।

ম্যাচসেরা হন স্টার্ক। শুক্রবার অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ানডেতে লড়বে অস্ট্রেলিয়া-পাকিস্তান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়