ঢাকা     বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

দুই ক্রিকেটারকে ছাড়াই শারজায় বাংলাদেশের অনুশীলন শুরু

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৩, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২০:১১, ৪ নভেম্বর ২০২৪
দুই ক্রিকেটারকে ছাড়াই শারজায় বাংলাদেশের অনুশীলন শুরু

একদিন বাদেই আফগানিস্তানের বিপক্ষে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। অথচ এখনো ভিসা পাননি দুই সদস্য নাসুম আহমেদ ও নাহিদ রানা। তাদের ছাড়াই অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। 

শারজায় সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ প্রথম অনুশীলনে নামে। ফুটবল দিয়ে গা গরম করে ক্রিকেটাররা ব্যাটিং-বোলিংয়ে মনোযোগ দেন। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাকি দুই ম্যাচ হবে ৯ ও ১১ নভেম্বর একই মাঠে।

এর আগে ২ ও ৩ নভেম্বর দুই দফায় আরব আমিরাতে পৌঁছায় বাংলাদেশ। স্কোয়াডের ১৩ সদস্যের সঙ্গে কোচিং স্টাফের সকল সদস্য ইতিমধ্যে দেশটিতে পৌঁছালেও এখনো নাসুম-রানাদের ভিসা পাওয়া যায়নি।

আরো পড়ুন:

দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১৬ বার। জয়ের পাল্লা ভারি নাজমুল হোসেন শান্তর দলের। ১০ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি ৬টিতে আফগানরা। তবে এবার সবকিছু বিবেচনায় বাংলাদেশ থেকে এগিয়ে আছে আফগানরা। সব ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে পারে কী না, সেটি বলে দেবে সময়। 

বাংলাদেশ ভাবছে শুধু নিজেদের নিয়েই। উইকেটকিপার ব্যাটার জাকির হাসান বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই ভালো। এটা ঠিক ওরা বোলিংয়ে অনেক উন্নতি করেছে। বেশ শক্ত প্রতিপক্ষ। তবে ওদের কী শক্তি আছে ওটা নিয়ে চিন্তা করার চেয়ে আমাদের শক্তির জায়গা কোনটা তা নিয়ে ভাবা ভালো। আমরা যেভাবে ভালো খেলতে পারব ওই শক্তি নিয়েই কাজ করবো।’

বাংলাদেশ দল:
সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়