ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

স্পেনের সকল ফুটবল স্থগিত করার আহ্বান আনচেলোত্তির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৫, ৪ নভেম্বর ২০২৪   আপডেট: ২৩:০৮, ৪ নভেম্বর ২০২৪
স্পেনের সকল ফুটবল স্থগিত করার আহ্বান আনচেলোত্তির

স্পেনে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিশেষ করে ভ্যালেন্সিয়ায়। বন্যায় এ পর্যন্ত মারা গেছে ২১৭ জন। তার মধ্যে অধিকাংশ ভ্যালেন্সিয়ায়।

বন্যার কারণে স্প্যানিশ লা লিগার বেশ কিছু ম্যাচ স্থগিত করা হয়েছে। তার মধ্যে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচ এবং রায়ো ভায়োকানের বিপক্ষে ভিয়ারিয়ালের ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচ বাদে শনিবারের বাকি আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রেড ক্রসের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লা লিগা কর্তৃপক্ষ তহবিল সংগ্রহ ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন:

আজ সোমবার (০৪ নভেম্বর) রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি জানিয়েছেন উদ্ভুত বন্যা পরিস্থিতিতে দেশের সকল ধরনের ফুটবল স্থগিত করা উচিত।

‘আমাদের জন্য আসলে একটি মর্মাহিত সপ্তাহ যাচ্ছে। ব্যথাতুর সপ্তাহে আমরা যারপরনাই ব্যথিত ও শোকাহত। আমরা ভ্যালেন্সিয়া ও অন্যান্য আক্রান্ত এলাকার পাশে আছি। আশা করছি শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। এমন সময়ে আসলে ফুটবল খেলা কিংবা ফুটবল সংক্রান্ত কথা বলা কঠিন। আমরাও এই দেশের অংশ। সুতরাং বন্যা পরিস্থিতি আমাদেরও আক্রান্ত করছে। এমন সময়ে সব ধরনের ফুটবল বন্ধ রাখা উচিত।’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়