ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পাওয়ার স্পন্সর ওয়ালটন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৭, ৫ নভেম্বর ২০২৪  
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পাওয়ার স্পন্সর ওয়ালটন

বুধবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান তিন ম‌্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজের পাওয়ার স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ।

ক্রিকেটের বহু ঐতিহাসিক ঘটনা ও ম্যাচের সাক্ষী হয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের ৫০ ওভারের ক্রিকেটের এই সিরিজটি অনুষ্ঠিত হবে। এবারের এই সিরিজের নামকরণ করা হয়েছে ‘ইতিসালাত বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ-২০২৪, পাওয়ার্ড বাই ওয়ালটন।’

স্পোর্টসে ওয়ালটন গ্রুপ নিয়মিত পৃষ্ঠপোষক। বাংলাদেশের সবখেলাতেই স্পন্সরশিপ করছে ওয়ালটন গ্রুপ। যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন। এবারও তারা যথারীতি বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে পাওয়ার স্পন্সর হিসেবে আছে।

মূলত চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির লক্ষ্য সামনে রেখে আয়োজিত হচ্ছে এই সিরিজ। এরপর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও তিনটি ওয়ানডে খেলবে। বুধবার প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ও তৃতীয় ম‌্যাচ হবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম‌্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ওয়ানডেতে দুই দলের আগের ১৬ দেখায় ১০ জয় বাংলাদেশের, আফগানিস্তানের জয় ৬ ম্যাচে।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়