ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সাকিবের বোলিং অ‌্যাকশন নিয়ে সন্দেহ, খেলতে বাধা নেই

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ৫ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৩, ৫ নভেম্বর ২০২৪
সাকিবের বোলিং অ‌্যাকশন নিয়ে সন্দেহ, খেলতে বাধা নেই

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড তার বোলিং অ্যাকশন বিশ্লেষণ করতে বলেছে। ইংলিশ কাউন্টির সবশেষ মৌসুমে চ‌্যাম্পিয়ন সারের হয়ে একটি ম‌্যাচ খেলেছিলেন সাকিব। ওই ম‌্যাচটি খেলার সময় আম্পায়াররা তার বোলিংয়ের অ‌্যাকশন নিয়ে রিপোর্ট করেন।

গত সেপ্টেম্বরে সমারসেটের বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপের ম্যাচে সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন সাকিব। সেই ম্যাচে ৬৩ ওভার বল করে ৯টি উইকেট নিয়েছিলেন। সাদা পোশাকের ক্রিকেটে এতোটা লম্বা সময় কখনোই হাত ঘোরাননি। ২০১০-১১ মৌসুমের পর বাংলাদেশের সুপারস্টার এবারই প্রথম কাউন্টিতে অংশ নেন। সারের আগে সাকিব খেলেছিলেন ওয়ারচেস্টারশায়ারের হয়ে।  

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার সাকিবের। বল হাতে প্রতিপক্ষকে ঘায়েল করেছেন নিয়মিত। আবার উল্টোচিত্রও দেখেছেন। কিন্তু কখনও বোলিং অ্যাকশন নিয়ে বিপাকে পড়তে হয়নি তাকে।  

এবার সারের হয়ে খেলতে গিয়েই সাকিবের বোলিং অ‌্যাকশন নিয়ে প্রশ্ন উঠল। সারে ও সমারসেটের ম্যাচে ডেভিড মিলনস ও স্টিভ ও’শফনেসি অনফিল্ড আম্পায়ার ছিলেন। তাদেরই একজন সাকিবের বোলিং অ‌্যাকশন নিয়ে আপত্তি তুলেছেন।

বোলিং ‌অ‌্যাকশন নিয়ে আপত্তি আসলেও সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা নেই। আগামী মৌসুমে কিংবা পরবর্তীতে যেকোনো সময় কাউন্টিতে খেলার আগে সাকিবকে বোলিং অ‌্যাকশনের পরীক্ষা দিতে হবে।

সাকিবের বোলিং অ‌্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়া প্রসঙ্গে জানাতে গিয়ে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘সাকিবের এই বিষয়টির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা অন্য দেশের ঘরোয়া ক্রিকেট সম্পর্কিত নয়। এটা ইসিবির নজরদারিতে থাকবে এবং আইসিসি কিংবা অন্য বোর্ডের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’

সাকিব তিন ফরম‌্যাট মিলিয়ে ৪৪৭ আন্তর্জাতিক ম‌্যাচে ৭১২ উইকেট পেয়েছেন। যেখানে ৭১ টেস্টে তার শিকার ২৪৬ উইকেট।

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়