ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

ফিরছেন বাটলার, তবে গ্লাভস পরবেন সল্ট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ৫ নভেম্বর ২০২৪  
ফিরছেন বাটলার, তবে গ্লাভস পরবেন সল্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইনজুরিতে পড়ার পর আর মাঠে ফেরা হয়নি জস বাটলারের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ৪ মাস ৯ দিন পর তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন। রোববার (১০ নভেম্বর) ব্রিজটাউনে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। এই সিরিজে খেলবেন বাটলার। তবে উইকেটের পেছনে তাকে দেখা যাবে না। তার পরিবর্তে গ্লাভস পরবেন ফিল সল্ট। 

বাটলার তার আগের ১০৮ টি-টোয়েন্টি ম্যাচের ১০৬টিতেই উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন। বাকি দুই ম্যাচে করেছিলেন ফিল্ডিং। 

সল্ট অবশ্য ইংল্যান্ডের হয়ে সব ধরনের ক্রিকেটে ৫৯ ম্যাচ খেলেছেন। তার মধ্যে ১৩টিতে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন। এবার টি-টোয়েন্টি সিরিজেও পেতে যাচ্ছেন সেই দায়িত্ব।

আরো পড়ুন:

এ বিষয়ে সল্ট বলেছেন, ‘অবশ্য এটা এমন কিছু নয় যেটা সম্প্রতি আমি ইংল্যান্ডের হয়ে প্রচুর করেছি। তবে উইকেটকিপিংটা আমি উপভোগ করি। আমার মনে হয় দলের এই কাজটা আমি সবচেয়ে ভালো করতে পারবো।’

এ বিষয়ে বাটলার বলেছেন, ‘আমি আসলে গ্লাভস ছেড়ে দিতে যাচ্ছি। এখন থেকে মিড-অফে থাকবো। দেখি কেমন অনুভব হয়। এটা যদি আমার অধিনায়কত্বের জন্য উপকারী হয় তাহলে আমি মেনে নিতে প্রস্তুত আছি।’

রোববার ওয়েস্ট ইন্ডিজে এসে সোমবার কেনসিংটন ওভালে দলের সঙ্গে অনুশীলন করেছেন বাটলার। টি-টোয়েন্টি সিরিজে তিনি অধিনায়কত্ব করবেন। যা জুনের পর প্রথম।

আগামী রোববারের পর সোমবার একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লড়বে উইন্ডিজ ও ইংল্যান্ড। এরপর সেন্ট লুসিয়ায় ১৫, ১৭ ও ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি তিনটি ম্যাচ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়