ঢাকা     মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২১ ১৪৩১

রাজশাহী, খুলনা ও সিলেটের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ৫ নভেম্বর ২০২৪  
রাজশাহী, খুলনা ও সিলেটের জয়

জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তিনটি ম্যাচের ফল হয়েছে। ড্র হয়েছে এক ম্যাচ। সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগ ম্যাচ জিতেছে। তারা হারিয়েছে যথাক্রমে রংপুর, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগকে। পয়েন্ট ভাগাভাগি করেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ।

ড্র হওয়া ম্যাচে সবার নজর ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের দিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া এই উইকেটরক্ষক ব্যাটসম্যান গতকাল ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। ঢাকা বিভাগের জার্সিতে আজ সেঞ্চুরির প্রত্যাশায় ছিলেন। কিন্তু এক আকাশ হতাশা নিয়ে তাকে মাঠ ছাড়তে হয় ওই রানে। পেসার আহমেদ শরীফের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ওই রানেই। তার ৯৯ রানের ইনিংসে এবং শেষ দিকে সুমন খানের ৩২, নাজমুল অপুর ২৬ ও রিপন মন্ডলের ২৮ রানে ৪০১ রানের পুঁজি পায় ঢাকা বিভাগ। পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রাম বিভাগ ৪ উইকেটে ১২৪ রান করার পর দুই দল ড্র মেনে নেয়।

বগুড়ায় সিলেট বিভাগ ৪ উইকেটে হারিয়েছে রংপুর বিভাগকে। দুই দলেরই আজ জয়ের সুযোগ ছিল। সিলেটের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৯ রান। রংপুরের দরকার ছিল ৮ উইকেট। শেষ হাসিটা সিলেটই হেসেছে। রংপুর ৪ উইকেট তুলে লড়াই জমিয়ে তুললেও রেজাউর রহমান রাজার ফিফটি ও অমিত হাসানের ৩৭ রানে সিলেট ম্যাচটা জিতে নেয়। শেষ দিকে আসাদুল্লাহ গালিব ২৩ রান তুলে বড় অবদান রাখেন।

আরো পড়ুন:

সিলেটে খুলনা বিভাগ ৯ উইকেটে হারিয়েছে ঢাকা মেট্রোকে। ২০৯ রান তাড়ায় ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান এনামুল হক বিজয় দ্বিতীয় ইনিংসে ৭১ রান করেন। এছাড়া অমিত মজুমদার ৪১ ও ইমরুল কায়েস ৮৩ রান করেন। এর আগে ফলোঅনে পড়ে ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংস থামে ৩৭২ রানে। মার্শাল আইয়ুব শেষ দিনে ২২ রান তুলে ১৫২ রানে থামেন। পেসার সালমান হোসেনের লাফিয়ে উঠা বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মার্শাল। আমিনুল ইসলাম বিপ্লব করেন ৭৩ রান। 

কক্সবাজার স্টেডিয়ামের মূল মাঠে রাজশাহী ৬ উইকেটে হারিয়েছে বরিশালকে। ৬৮ রানের টার্গেটে ৪ উইকেট হারিয়ে পৌঁছে যায় তারা। নাটকীয় ব্যাটিং ধসে ম্যাচটা জিতে নেয় রাজশাহী। বিনা উইকেটে ১০ রানে শেষ দিনের খেলা শুরু করে বরিশাল। স্কোরবোর্ডে ১২৭ রান যোগ করতেই তাদের সব ব্যাটসম্যান প্যাভিলিয়নে। রাজশাহীর হয়ে বল হাতে দ্যুতি ছড়ান স্পিনার সানজামুল ইসলাম। ৪০ রানে বাঁহাতি স্পিনার নেন ৬ উইকেট। ৩ উইকেট পেয়েছেন ওয়ালিদ। তাদের বোলিংয়ে কেবল মাথা তুলে দাঁড়িয়েছিলেন তাসামুল। ৪৬ রান আসে তার ব্যাট থেকে। বাকিরা স্রেফ এসেছেন আর ফিরেছেন। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী ৪ উইকেট হারালেও মেহরব হাসানের ২৩ ও মিজানুর রহমানের ১৬ রানে জয় নিশ্চিত হয়।

তৃতীয় রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে সিলেট বিভাগ। ৩ ম্যাচে ২টিতে তারা জিতেছে। ১টি ড্র করেছে। এছাড়া ঢাকা মেট্রো ও খুলনা বিভাগ ৪ পয়েন্ট নিয়ে আছে দুই ও তিন নম্বরে।

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়