ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

আইপিএলের নিলামে ১৩ বাংলাদেশি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ০৯:২৭, ৬ নভেম্বর ২০২৪
আইপিএলের নিলামে ১৩ বাংলাদেশি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের মেগা নিলামের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিশ্বের শীর্ষ এই ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেতে নাম নিবন্ধন করেছেন ১৩ বাংলাদেশি ক্রিকেটার।

মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে নিবন্ধনকৃত ক্রিকেটারদের সংখ্যা জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন মোট এক হাজার ৫৭৪ ক্রিকেটার। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার এক হাজার ১৬৫ জন, বিদেশি ৪০৯ জন।

জানা গেছে, নাম নিবন্ধন করা সবাইকে নিলামে রাখা হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলোর চাহিদার কথা জেনে পরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। সেখান থেকে প্রতিটি দল নিজেদের চাহিদা মতো ক্রিকেটার কিনে নেবে।

আরো পড়ুন:

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়তে পারবে। সে হিসেবে ১০ দলে থাকবেন ২৫০ ক্রিকেটার। এর মধ্যে গত আসর থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে ৪৬ ক্রিকেটার। অর্থাৎ নিলাম থেকে দল পাবেন কেবল ২০৪ জন।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯১ জন নাম নিবন্ধন করেছেন দক্ষিণ আফ্রিকা থেকে, অস্ট্রেলিয়ার ৭৬ জন। এছাড়া ইংল্যান্ডের আছেন ৫২ জন, নিউ জিল্যান্ডের ৩৯ জন, ওয়েস্ট ইন্ডিজের ৩৩ জন, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ২৯ জন করে।

আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডসের ১২, যুক্তরাষ্ট্রের ১০, কানাডার ৪, সংযুক্ত আরব আমিরাত ও ইতালি থেকে ১ জন করে ক্রিকেটার আছেন তালিকায়। এবার নিলাম হবে সৌদি আরবের জেদ্দায়, ২৪ ও ২৫ নভেম্বর।

রিটেইন করা ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ ২৩ কোটি রুপিতে দক্ষিণ আফ্রিকার কিপার-ব্যাটসম্যান হেনরিখ ক্লাসেনকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি রুপিতে ভিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, নিকোলাস পুরানকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়