ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

গোল পেলেন রোনালদো, আল আইনকে উড়িয়ে দিলো আল নাসর 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৪৩, ৬ নভেম্বর ২০২৪
গোল পেলেন রোনালদো, আল আইনকে উড়িয়ে দিলো আল নাসর 

এক ম্যাচ বাদেই গোলের ধারায় ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই সঙ্গে জয় পেল তার দলও। রোনালদোর জ্বলে ওঠার দিনে এএফসি চ্যাম্পিয়নস লিগে এশিয়ান চ্যাম্পিয়ন আল আইনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। সেই সঙ্গে নিয়ে নিলো প্রতিশোধ। গত মৌসুমে আল আইনের কাছে হেরেই কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে আল নাসর।

মঙ্গলবার (৫ নভেম্বর) ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে আল নাসর। তাতে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের মাথা থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নিখুঁত শটে পোস্ট ঘেঁষে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান তারকা আন্ডারসন তালিসকা।

একাদশ মিনিটে ভালো একটি সুযোগ মিস করেন রোনালদো। ৩১তম মিনিটে সেটার প্রায়শ্চিত্তও করেন পর্তুগিজ তারকা। বক্সের বেশ দূর থেকে শট নেন সাদিও মানে। আল আইনের গোলকিপার তা ফেরাতে পারলেও নিয়ন্ত্রণে নিতে পারেননি। কাছেই থাকা রোনালদো আলতো টোকায় জাল খুঁজে নেন।

আরো পড়ুন:

প্রথমার্ধে আরও একটি গোল আদায় করে নেয় আল নাসর.৩৭তম মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার আঞ্জেলো গাব্রিয়েলের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ঢুকে যায় জালে। তাতে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একটি গোল শোধ করে আল আইন। গোল করেন পার্ক ইয়ং-উ। গোলটি অবশ্য আত্মঘাতী। পার্কের শট গোলকিপার বেন্তোর পিঠে লেগে জালে জড়ায়। এরপর বাকি গল্পটা আল নাসরের।

৮১তম মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান ওয়েজলি। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে চতুর্থ মিনিটে আরেকটি গোল করে তালিসকা নিশ্চিত করেন দলের বড় জয়।

এই জয়ের পর চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে আল নাসর। ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে আল হিলাল, সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দুইয়ে আল আহলি।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়