ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

লিভারপুলের টানা চার জয়ের দিনে ম্যানসিটির দুঃস্বপ্নের রাত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৬ নভেম্বর ২০২৪  
লিভারপুলের টানা চার জয়ের দিনে ম্যানসিটির দুঃস্বপ্নের রাত

পেপ গার্দিওলা কি এমন রাত কখনো কল্পনা করেছিলেন? কিংবা এমন সুঃসময়? না চাইতেও দুঃস্বপ্ন এসে উঁকি দিলো ম্যানচেস্টার সিটির দুয়ারে। একেবারে ঝেঁকে বসলো। চ্যাম্পিয়নস লিগে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ৪-১ গোলে উড়ে গেল সিটিজেনরা। ম্যানসিটির এমন দিনে বায়ার লেভারকুজেনকে ৪-০ গোলে হারিয়ে টানা চার জয় তুলে নিলো লিভারপুল।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে লিসবনের ঘরের মাঠে শুরুতে ফিল ফোডেনের গোলে অবশ্য এগিয়ে যায় সিটি। এরপর আর জাল খুঁজে পায়নি তারা। বিপরীতে ভিক্টর ইকারাসের হ্যাটট্রিকে চার গোল হজম করতে হয় ইংলিশ চ্যাম্পিয়নদের। একই দিনে লুইস দিয়াজের হ্যাটট্রিক আর কোডি হাকপোর গোলে বড় জয় পায় লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে ফিল ফোডেনের গোলে সিটি এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান ইকারাস। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে এগিয়ে যায় লিসবন। বাকি সময়ে দুটি পেনাল্টি পেয়ে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক পূরণ করেন সুইডিশ ফরোয়ার্ড ইকারাস।

আরো পড়ুন:

অন্য ম্যাচে ঘরের মাঠে লেভারকুজেনকে নিয়ে স্রেফ ছেলেখেলা করলো লিভারপুল। তবে প্রথমার্ধে সুযোগ মিসের মহড়া দেয় অল রেডরা। তারা চারটি গোলই আদায় করে নেয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৬১তম মিনিটে দিয়াজের গোল দিয়ে শুরু। দুই মিনিট পর জাল খুঁজে নেন হাকপো। শেষ মুহূর্তের পর যোগ করা সময়ে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন দিয়াজ। 

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে লিভারপুল। টানা দুই জয়ে আসর শুরুর পর একটি করে ড্র ও হারে ৭ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে তারা। সিটিকে হারিয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে লিসবন। ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার সিটি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়