১০ বছর পর এই প্রথম র্যাংকিংয়ে কোহলির এতো অবনমন
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। যার ব্যাটে রেকর্ডরা সব লুটিয়ে পড়ে। যার ব্যাট হাসলে রেকর্ড বুকে উলট-পালট ঘটে। কিন্তু সময়টা ভালো যাচ্ছে না ভারতের সাবেক অধিনায়ক। বাংলাদেশ সিরিজের পর তার নিউ জিল্যান্ড সিরিজটা হলো আরও বাজে। তার প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
আজ বুধবার (০৬ নভেম্বর) বিকেলে আইসিসি প্রকাশিত ব্যাটসম্যানদের সবশেষ টেস্ট র্যাংকিংয়ে ৮ ধাপ অবনতি হয়েছে তার। তাতে ৬৫৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি নেমে গেছেন ২২ নম্বরে। ১০ বছরের মধ্যে র্যাংকিংয়ে কোহলির এতো পতন ঘটলো।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনি ৬ ইনিংসে করেন মাত্র ৯৩ রান। সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেছিলেন বেঙ্গালুরু টেস্টে। এর বাইরে বাকি পাঁচ ইনিংসে করেন ২৩ রান। যেখানে তার গড় ছিল ১৫.৫।
এদিকে ২১ মাস পর টেস্টে ফেরা ঋষভ পন্ত নিউ জিল্যান্ড সিরিজে ব্যাট হাতে ভালো করে ৭৫০ রেটিং নিয়ে উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। যা তার ক্যারিয়ার সেরা র্যাংকিং। কিউইদের বিপক্ষে তিনি ছয় ইনিংসে ৪৩.৫ গড়ে ২৬১ রান করেন। দুটি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস ছিল। ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর সেরে উঠে সেপ্টম্বরে বাংলাদেশের বিপক্ষের সিরিজে প্রথম খেলেন তিনি। সেখানে একটি সেঞ্চুরিও করেন। এছাড়া শুভমান গিল ৪ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ১৬তম অবস্থানে।
ভারতের বিপক্ষে ভালো করা নিউ জিল্যান্ডের ড্যারিল মিচেল ৮ ধাপ উন্নতি করে ঢুকে পড়েছেন সেরা দশে। ৭৪৩ রেটিং নিয়ে তিনি অবস্থান নিয়েছেন সপ্তম স্থানে।
ইংল্যান্ডের হ্যারি ব্রুক একধাপ উন্নতি করে তৃতীয় স্থানে আছেন। ৮০৪ রেটিং নিয়ে ভারতের বিপক্ষের সিরিজে খেলতে না পারা কেন উইলিয়ামসন আছেন দ্বিতীয় স্থানে। আর ৯০৩ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে আছেন জো রুট।
ঢাকা/আমিনুল