ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

তিন’শ ছুঁয়ে শারজাহ আরও উচুঁতে

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ৬ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৩, ৬ নভেম্বর ২০২৪
তিন’শ ছুঁয়ে শারজাহ আরও উচুঁতে

বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে ম্যাচ দিয়ে ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অনন্য কীর্তি গড়লো শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ইতিহাসের প্রথম আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে তিন’শ ম্যাচ আয়োজন করে আরও উচুঁতে উঠল ইতিহাস, ঐতিহ্য ও অনন্য সব কীর্তিতে জড়িয়ে থাকা এই স্টেডিয়াম।

সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজনে আগেই শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাতের এই স্টেডিয়াম। এবার তিন ফরম্যাটের ম্যাচ মিলিয়ে আরও উচুঁতে উঠল শারজাহ। শারজাহর পর রেকর্ড তালিকায় দুইয়ে রয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ২৯১ আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে সিডনি। এরপর আছে হারারে স্পোর্টস ক্লাব (২৬৭), লর্ডস ক্রিকেট গ্রাউন্ড (২২৭) ও শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (২১১)।

১৯৮৪ সালে যাত্রা শুরু করা শারজাহ স্টেডিয়ামে প্রথমে ওয়ানডে ফরম্যাটের ম্যাচ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত এই মাঠে সবচেয়ে বেশি ম্যাচ হয়েছে ৫০ ওভারের ম্যাচ। সংখ্যাটা ২৫৩। মাঠটি টেস্ট স্ট্যাটাস পায় ২০০২ সালে। ২০১৬ পর্যন্ত এখানে টেস্ট হয়েছে কেবল ৯টি। টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে ৩৮টি।

আরো পড়ুন:

আশির দশকের শেষ থেকে আজ পর্যন্ত শারজাহ স্টেডিয়াম মানেই যেন ক্রিকেটের এক অনন্য উপাখ্যান। অস্ট্রাল-এশিয়া কাপে বাংলাদেশ এখানে প্রথম ওয়ানডে খেলেছিল। এরপর সব মিলিয়ে ম্যাচ খেলেছে আরও সাতটি। যেখানে ওয়ানডে খেলেছে পাঁচটি, টি-টোয়েন্টি তিনটি। 

কিন্তু কোনো আন্তর্জাতিক ম্যাচেই জয়ের মুখ দেখেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের গ্যালারি ভরা দর্শকরা সব সময়ই এক আকাশ হতাশা নিয়ে ফিরেছেন বাড়ি। আজও গ্যালারিতে প্রবাসী বাংলাদেশিরা গলা ফাঁটাচ্ছেন।

শারজাহর ইতিহাস গড়ার দিনে বাংলাদেশও ইতিহাসের সাক্ষী হয়ে নিজেদের ভাগ্য বদলাতে পারবে তো?

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়