ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

নেইমারের চোট নিয়ে যা জানালো আল হিলাল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ৭ নভেম্বর ২০২৪  
নেইমারের চোট নিয়ে যা জানালো আল হিলাল

দীর্ঘদিন পর মাঠে ফিরেও ভাগ্য সুপ্রসন্ন হলো না নেইমারের। মাঠে নেমেই চোট পেলেন ব্রাজিলিয়ান তারকা। সেই সঙ্গে জাতীয় দল ও ক্লাবকে দিলেন দুঃসংবাদ। হ্যামস্ট্রিং চোটের কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে তার ক্লাব আল হিলাল।

হাঁটুর চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেন নেইমার। এএফসি চ্যাম্পিয়নস লিগে মাঠে নামার মধ্যে দিয়ে শুরু হয় তার নতুন যাত্রা। তবে পায়ে টান লাগায় ২৯ মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে। তখনই আশঙ্কা করা হয়েছিল বড় কিছুর।

বুধবার (৬ নভেম্বর) এক বিবৃতিতে আল হিলাল জানিয়েছে, স্ক্যানে ৩২ বছর বয়সী তারকার হ্যামস্ট্রিংয়ে চিড় ধরা পড়েছে। এই চিড় এতোটাই গুরুতর যে তাকে আবারও অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে। সর্বোচ্চ ছয় সপ্তাহ থাকতে হতে পারে।

আরো পড়ুন:

গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। পরে অস্ত্রোপচার করাতে হয় তার। এরপর দীর্ঘ সময় ছিলেন মাঠের বাইরে।

পিএসজি থেকে ২০২৩ সালের অগাস্টে আল হিলালে যোগ দিয়ে দলটির হয়ে এখন পর্যন্ত তিনি খেলতে পেরেছেন কেবল সাতটি ম্যাচ। এখন দেখার বিষয়, নেইমারের চোট ভাগ্য তাকে কোথায় নিয়ে যায়।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়