ঢাকা     বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৩ ১৪৩১

অধিনায়কের উপর গোসসা করে মাঠ ছেড়ে আলোচনায় জোসেফ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪০, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪৩, ৭ নভেম্বর ২০২৪
অধিনায়কের উপর গোসসা করে মাঠ ছেড়ে আলোচনায় জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ৮ উইকেটের ব্যবধানে জিতে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে এই ম্যাচটিতে ঘটেছে বিরল এক ঘটনা। অধিনায়ক শেই হোপের ওপর গোসসা করে মাঠে ছেড়ে চলে যান পেসার আলজারি জোসেফ। হঠাৎ করে মাঠ থেকে রাগ করে উঠে যাওয়ায় এক ওভার ১০ জন নিয়ে খেলতে হয় ক্যারিবিয়ানদের। এরপর অবশ্য তার বদলি খেলোয়াড় নামানো হয়। তবে বিরল এই ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে ঘটে। সে সময় বল করতে আসেন জোসেফ। তিনি তার মতো করে স্লিপে ফিল্ডিং সাজাতে চেয়েছিলেন। কিন্তু অধিনায়ক শেই হোপ সেটাতে সাড়া দেননি। তিনি যেভাবে চেয়েছেন সেভাবেই রাখেন।

ওই ওভারে জোসেফ কোনো রান না দিয়ে একটি উইকেট নেন। ওভার শেষে হোপের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করে আচমকা মাঠ ছেড়ে উঠে যান তিনি।

আরো পড়ুন:

তাকে নিবৃত করতে পারেননি কোচ ড্যারেন স্যামিও। জোসেফ যখন মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন তখন স্যামি তাকে বারণ করেছিলেন যেতে। কিন্তু সেটাও আমলে নেননি তিনি। তার আগে হোপের সঙ্গে যখন উত্তেজিত হয়ে বার বার কথা বলছিলেন তখনও তাকে শান্ত থাকতে বলছিলেন স্যামি।

এক ওভার পর জোসেফের বদলি হিসেবে মাঠে নামানো হয় হেইডেন ওয়ালশ জুনিয়রকে। এরপর অবশ্য জোসেফ ডাগআউটে ফিরে আসেন। বেশ কিছুক্ষণ পর আবার মাঠে নামেন।

জোসেফ যখন মাঠ ছেড়ে উঠে যান তখন ধারাভাষ্যে ছিলেন মার্ক বাউচার। তিনি এ সময় বলেন, ‘মাঝে মাঝে মাঠে থাকাকালিন অধিনায়ক বা ক্রিকেটার হিসেবে যে কারও রাগ হতেই পারে। তবে আমার মনে হয় এই সব কাজ বন্ধ দরজার পিছনেই করা উচিত। অধিনায়ক যদি নির্দিষ্ট ফিল্ড সাজিয়ে তোমাকে বল করতে বলে, তোমাকে সেই পরিস্থিতিতে সেটাই করতে হবে।’

১০ ওভার বল করে ১ মেডেনসহ ৪৫ রান দিয়ে জোসেফ ২টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়