ঢাকা     শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৪ ১৪৩১

আড়াইদিনে বাংলাদেশকে হারানো ভেন্যুকে অসন্তোষজনক রেটিং দিলো আইসিসি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২১, ৭ নভেম্বর ২০২৪  
আড়াইদিনে বাংলাদেশকে হারানো ভেন্যুকে অসন্তোষজনক রেটিং দিলো আইসিসি

কানপুর টেস্টের দৃশ্য

কানপুর টেস্টের কথা ক্রিকেটপ্রেমীদের ভুলে যাওয়ার কথা নয়। ভারত-বাংলাদেশের ওই টেস্টের প্রায় আড়াইদিন বৃষ্টির পেটে গিয়েছিল। এরপর আড়াইদিনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত।

আইসিসির ম্যাচ রেফারি জেফ ক্রো’র দেওয়া প্রতিবেদন অনুযায়ী আজ বৃহস্পতিবার (০৭ নভেম্বর) আইসিসি কানপুর টেস্টের পিচকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে। মূলত পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়া ও গুরুত্বপূর্ণ সময়ে ওভার হারানোও বিষয়টিও অন্তোষজনক রেটিং পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

তবে ভারত-বাংলাদেশের মুম্বাই টেস্টের পিচকে ‘খুব ভালো’ রেটিং দেওয়া হয়েছে। যেখানে বাংলাদেশ ২৮০ রানের বড় ব্যবধানে হেরেছিল।

আরো পড়ুন:

এদিকে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া তিনটি ভেন্যুর রিপোর্ট কার্ডও প্রকাশিত হয়েছে। তিনটি ভেন্যুই ‘সন্তোষজনক’ রেটিং পেয়েছে।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়