ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

চমক রেখে স্পেনের নেশন্স লিগের দল 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ৯ নভেম্বর ২০২৪  
চমক রেখে স্পেনের নেশন্স লিগের দল 

নেশন্স লিগের পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে স্পেন। চমক রেখেই নেশন্স লিগের লড়াইয়ে দল নামাচ্ছেন লুইস দে লা ফুয়েন্তে। প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পাচ্ছেন বার্সেলোনার মার্ক কাসাদো। ক্লাবের হয়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন কাসাদো।

শুক্রবার (৮ নভেম্বর) নতুন তিন মুখ নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করে স্পেন ।কাসাদো ছাড়া অন্য দুজন হলেন, পোর্তোর ২০ বছর বয়সী ফরোয়ার্ড সামু ওমোরোদিওন ও অ্যাথলেটিক বিলবাওয়ের ২৪ বছর বয়সী ডিফেন্ডার আইতর পারেদেস।

নেশন্স লিগের পরবর্তী দুই ম্যাচে স্পেনের প্রতিপক্ষ ডেনমার্ক ও সুইজারল্যান্ড। ১৫ নভেম্বর ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবেন লামিনে ইয়ামালরা। এর তিনদিন পর ১৮ নভেম্বর সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ২০২৪ ইউরো জয়ীরা।

আরো পড়ুন:

চলতি মৌসুমে বার্সেলনার মুল দলে নামে লেখান কাসাদো। এর আগে খেলতেন বি দলে। সুযোগ পেয়ে হান্সি ফ্লিকের দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন এই মিডফিল্ডার। এখন পর্যন্ত মৌসুমে লা লিগায় ১০ ম্যাচে তার অ্যাসিস্ট তিনটি।

এদিকে পোর্তোর হয়ে দারুণ ছন্দে আছেন ওমোরোদিওন। এই মৌসুমে পর্তুগিজ দলটির হয়ে ১২ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। এমন পারফর্ম্যান্সের জন্যেই মূলত তাকে দলে ডেকেছেন লা ফুয়েন্তে।

নেশন্স লিগে ‘এ’ গ্রুপ থেকে দুই ম্যাচ হাতে রেখেই কোয়ার্টার-ফাইনালের টিকেট নিশ্চিত করেছে স্পেন। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ডেনমার্ক ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে, সার্বিয়া ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে। আর তলানিতে সুইজারল্যান্ডের অর্জন ১ পয়েন্ট। গ্রুপের শীর্ষ দুই দল জায়গা পাবে শেষ আটে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়