ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

যুব এশিয়া কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৯ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৩৯, ৯ নভেম্বর ২০২৪
যুব এশিয়া কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ 

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মিশনে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে কাজটা মোটেই সহজ হবে না। যুবাদের এশিয়া কাপে ‘মৃত্যুকূপে’ পড়েছে বাংলাদেশ।

নভেম্বরের ২৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে যুবাদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই। আগেরবারের ন্যায় এবারও ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই আসরের দশম সংস্করণে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপে।

এবারের আসরে বাংলাদেশের অবস্থান ‘বি’ গ্রুপে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। গ্রুপ পর্বে ‘মৃত্যুকূপও’ বলা যায় এটি। ‘এ’ গ্রুপে বর্তমান রানার্সআপ আরব আমিরাতের সঙ্গে আছে ভারত, পাকিস্তান ও জাপান। 

আরো পড়ুন:

আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ। ২৯ নভেম্বর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ১ ডিসেম্বর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে। ৩ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। গ্রুপ পর্বের লরাই শেষে ৬ ডিসেম্বর দুই মাঠে হবে দুই সেমিফাইনাল। ৮ ডিসেম্বর দুবাইয়ে হবে ফাইনাল।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়